থ্যালাসামিয়া

সে
এক
করুণ
জীবনের
পরিসমাপ্তি।
বাবা মা দুবোন
সুখের পরিবার
হাসি আনন্দ অপার
চলে যাচ্ছিলো জীবনের
উঁচু নিচু পথ বেঁয়ে তারা।
জীবন সময়ের এক বাঁকে
কেউ যেন কোনও অদৃশ্য থেকে
জীবন পথে ভিন্ন এক ছবি আঁকে।
আকস্মিক এক রক্ত রোগ ধেয়ে এলো
দু বোনের জীবন করে দিলো এলোমেলো।
হায় থ্যালাসামিয়া! প্রতি চার মাসে বদলে
দিয়ে নতুন রক্ত নিতে হয় জীবন বাচাতে।
রক্তের বিকল্প যে শুধুই রক্ত, তাই বসে থাকে
দুই বোন বাবা মা’র সাথে রক্ত নেয়ার ল্যাবে।
আজ নতুন রক্ত নিতে হবে দুই বোনকে
রক্ত পেলে বাঁচবে আরও চারটি মাস
দেখতে পারবে সুর্য গাছ পাখি সব
পাবে হাসি ভরা জীবনের নির্যাস।
অনেক অপেক্ষা করে রক্ত পেলো
তবে তা ছিলো এক ব্যাগ মাত্র!
বাঁচতে পারবে এক বোন
সবার অশ্রুসিক্ত চোখ!
বড় বোন বলে, বাবা;
ছোটকে রক্ত দাও।
ছোট বেঁচে গেলো
তপ্ত নিশ্বাষ
ফেলে বড়,
কোথায়
গেলো
সে?

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-০৩-২০২১ | ১৩:২৯ |

    অসাধারণ বক্তব্য এবং লিখা গঠনের শৈলী সত্যিকারার্থেই পাঠকের নজর কাড়বে। অভিনন্দন প্রিয় কবি মি. ইলহাম। শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...