রাষ্ট্রভাষা বাংলা হয়েছে বলেইতো আজ মাতৃভাষা বাংলা হয়েছে
আজ আমি চিন্তা করি বাংলায়
ভাবি বাংলায়, দেখি বাংলায়
ভেসে ওঠে চোখে বায়ান্নর ছবি, একুশের ছবি – আমি দেখি বাংলায়।
ভেসে ওঠে –
বুলেট বিদ্ধ নিষ্প্রাণ সন্তানকে দু হাতে তুলে ধরে
কত মা যে আকাশের দিকে তাকিয়ে ছিলেন সেদিন!
ভেসে ওঠে –
কতগুলো ঈদের দিনে অশ্রুসিক্ত দৃষ্টিতে
কত বোন যে তাকিয়ে ছিলেন তার ভাইয়ের জায়নামাজের দিকে!
ভেসে ওঠে –
কত বাবা যে কতদিন অফিস থেকে ফিরে এসে
তার খোকাকে ডাক দিয়েই থমকে গিয়েছেন; বিশ্বাস হচ্ছিলো না খোকা…
ভেসে ওঠে – আমি দেখি বাংলায়,
আজও আমি দেখি শহীদ মিনারে লেগে আছে রক্তের দাগ!
দেখতে দেখতে অকস্মাৎ প্রশ্ন জেগে ওঠে মনে
প্রশ্ন জেগে ওঠে বাংলায়;
ইসলাম ধর্মের মুসলমান কেন ইসলাম ধর্মের মুসলমানদের হত্যা করেছিলো?
কেন নির্মম ভাবে বুলেটের পর বুলেট ছুড়েছিলো?
কেন দপ দপ করে মানুষ মাটিতে লুটিয়ে পড়েছিলো?
বিস্ফোরিত বারুদের মৃত্যুগন্ধ আজও আমি টের পাই
আজও কানে ভেসে আসে বুলেট ছোড়ার শব্দ
আমি শব্দ শুনি বাংলায়।
প্রিয় ভাই; রফিক বরকত সালাম জব্বার শফিউর
এবং নাম না জানা আরও অনেকে; তোমাদের বলছি,
প্রতি ফাল্গুনে সারা বাংলার সব ফুল ফোটে তোমাদেরই জন্য
বাংলা, বাঙালি, পৃথিবী তোমাদের ভুলে যায় নি
ভুলতে পারে না
ভোলা যায় না
জালিমদের বিরুদ্ধে তোমাদের আত্নবলিদান দেখে; তারই অনুপ্রেরণায়
বার বার বাঙালি জেগে ওঠে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার প্রত্যয়ে।
আবার প্রশ্ন জেগে ওঠে,
মুসলমান কতৃক মুসলমানের গুলিবিদ্ধ
আমাকে আজ করেছে প্রশ্নবিদ্ধ।
প্রশ্ন জেগে ওঠে মনে;
ইসলাম মানেই কি আরবি?
মুসলমান মানেই কি উর্দু?
কষ্ট জেগে ওঠে প্রাণে;
জীবন বনাম ভাষার আকুতি
ধর্ম বনাম সংস্কৃতি।
ইতিহাস স্বাক্ষী, বায়ান্ন স্বাক্ষী,
একুশ স্বাক্ষী, বাঙালি স্বাক্ষী,
মানুষ স্বাক্ষী, পৃথিবী স্বাক্ষী,
প্রশ্ন জেগে ওঠে মনে
ইসলাম মানেই কি আরবি?
মুসলমান মানেই কি উর্দু?
কষ্ট জেগে ওঠে প্রাণে
জীবন বনাম ভাষার আকুতি
ধর্ম বনাম সংস্কৃতি!
loading...
loading...
প্রতি ফাল্গুনে সারা বাংলার সব ফুল ফোটে তোমাদেরই জন্য
বাংলা, বাঙালি, পৃথিবী তোমাদের ভুলে যায় নি
ভুলতে পারে না
ভোলা যায় না
জালিমদের বিরুদ্ধে তোমাদের আত্নবলিদান দেখে; তারই অনুপ্রেরণায়
বার বার বাঙালি জেগে ওঠে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার প্রত্যয়ে।
loading...