আজও বাংলার শেকড় কাটে

আবারো বাংলার মাটিতে
লুকিয়ে আছে মীরজাফরের দল
আজও বাংলার মাটিতে
জানান দেয় খন্দকার মোস্তাকের দল
আজও বাংলার মাটি কাটে, আকাশ কাটে, বাতাস কাটে
পাখির গান কাটে, ফুলের গাছ কাটে, বাংলার শেকড় কাটে ঘুণপোকার দল।

বাংলার শেকড় কাটে; শব্দ শোনা যায়
দেখা যায় না, ধরা যায় না,
আজও বাংলার শেকড় কাটে ঘুণপোকার দল
আজও বাঙালির শেকড় কাটে নেঙটি ইঁদুরের দল।

আজও জীবন্ত মানুষের মাংস ছিঁড়ে খায় সেই পুরনো শকুনের দল
আজও দলবেঁধে মানুষকে কামড়ায় সেই বিষাক্ত বিচ্ছুর দল
আজও মানুষের রক্ত শুষে নেয় সেই কালো জোঁকের দল
আজও জীবন্ত মানুষকে খুবলে খুবলে খায় সেই হায়েনার দল।

শেকড় কাটার শব্দ শোনা যায়
তাজা রক্তের গন্ধ বাতাসে ভেসে ওঠে
মানুষের মৃত্যু যন্ত্রণার আর্তনাদ শোনা যায়
মা-বোনের সম্ভ্রম হারানোর বোবা-কান্না গোঙানির শব্দ শোনা যায়
আজও বাংলাদেশে বিশ্বাসঘাতকদের আনাগোনার শব্দ শোনা যায়।

প্রিয় বাংলাদেশ! প্রিয় বাংলা মা!
তুমি জেগে ওঠো-
তোমার মতো শক্তিমন্ত আর কে আছে?
তুমি দুর্দম! তুমি ভূমিকম্প! তুমি সুনামি
আঘাত করো – নির্মূল করো ঘুণপোকা
দাবানল হয়ে পুড়িয়ে মারো হায়েনা আর বিচ্ছুর দল
অগ্নিবৃষ্টি হয়ে ঝরে পড়ো – বজ্র হয়ে ভস্ম করো শকুনের দল
প্রচন্ড সাহসে ক্ষিপ্র আক্রোশে তীব্র হাতে দমন করো বিশ্বাসঘাতকের দল
পবিত্র করো লাখো শহীদের রক্তে ভেজা বাংলার পুণ্য মাটি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-১০-২০২০ | ১৬:৪২ |

    "আঘাত করো – নির্মূল করো ঘুণপোকা
    দাবানল হয়ে পুড়িয়ে মারো হায়েনা আর বিচ্ছুর দল
    অগ্নিবৃষ্টি হয়ে ঝরে পড়ো – বজ্র হয়ে ভস্ম করো শকুনের দল
    প্রচন্ড সাহসে ক্ষিপ্র আক্রোশে তীব্র হাতে দমন করো বিশ্বাসঘাতকের দল।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৮-১০-২০২০ | ১৯:২৯ |

    অসাধারণ

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ০৮-১০-২০২০ | ২২:২৬ |

    খুবই অর্থবহ  প্রকাশ। নন্দিত উপস্থাপন 

    GD Star Rating
    loading...