অক্ষর জীবন্ত হয়ে ওঠে

জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার প্রতি নিবেদিত কবিতাঃ
অক্ষর জীবন্ত হয়ে ওঠে

কবিরা কবিতা লিখেন
হাতে কলমে কাগজে
কিংবা টাইপ করেন।
অতঃপর,
সেগুলো কাব্যগ্রন্থ হলে
দেখা দেয় ছাপার অক্ষরে
অক্ষরে অক্ষরে শব্দের বুনন
শুরু হয় শব্দ শব্দ খেলার লগন
মাঝে মধ্যে কিছু অক্ষরে হয় প্রাণের সঞ্চার
অক্ষর হয়ে ওঠে জীবন্ত, উদ্ভাস কথা বলবার।

জেগে ওঠে
সাগর মহাসাগর মহাকাশ মহাবিশ্বের অবুঝ ভাষা
জেগে ওঠে
আশা নিরাশা হতাশার মাঝে এক বিন্দু ভালোবাসা।

“এই, তুমি কী মনে করো আমি কিছুই বুঝি না?
এমন ভাব দেখাও যেনো একটুও ভালোবাস না!”

জেগে ওঠে
দর্শন বিজ্ঞান গনিত পদার্থ অপদার্থের আবিষ্কার
দুঃখ কষ্ট অর্থ সামর্থ্য সৌম্য বৈষম্যের অদ্ভুত সংসার
জন্ম মৃত্যুর এই পৃথিবী যে শুধুই গোলকধাঁধাঁর!

নারী পুরুষের মিশ্র মিষ্টি কণ্ঠে
শুদ্ধ উচ্চারণের নিপুণ ছন্দে
আজ যখন প্রতিধ্বনিত হয়ে উঠলো
কবির কবিতার অক্ষরগুলো
স্বননের সমস্বরে উচ্চারিত হয়ে উঠলোঃ

“রোদ্দুরে নিয়েছি আর বৃষ্টিতে বেড়েছি
সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।”

প্রতিটি অক্ষরে যেনো পেলাম প্রাণের স্পন্দন
ছাপিয়ে গেলো অতীত ভবিষ্যতের সব ক্রন্দন
কণ্ঠ থেকে প্রতিটি অক্ষর নিলো তার নিজস্ব আকার
সময় এলো নিজেকে সময়ের গভীরে হারাবার
অ – আ – ক – খ…..
সমস্ত অক্ষর সশরীরে চোখের সামনে এখন আমার
আমি হারিয়ে গেলাম সময়ের কালে
হারিয়ে গেলাম ১৯৫২ সালে
জীবনের জন্য অক্ষর
জীবন ত্যাগের অক্ষর
রক্তিম অক্ষর
বাংলা অক্ষর
বংগের অক্ষর
ভাষার অক্ষর…..

মুহূর্তেই সজাগ হলাম আবার কবিতার শব্দে,

“আমরা তামাটে জাতি, আমরা এসেছি।”

হ্যাঁ,
আমরা তামাটে জাতি
আমরা এসেছি
আমরা বাঙালি জাতি
আমরা আবির্ভূত হয়েছি
বিশ্ব জয় করতে
না,
যুদ্ধ দিয়ে নয়
বাংলার বাংলা অক্ষরের ভালোবাসা দিয়ে
বাংলার বাংলা অক্ষরের কবিতা দিয়ে
আমরা তামাটে জাতি
আমরা বাঙালি জাতি
আজ আবির্ভূত হয়েছি
বিশ্ব জয় করতে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-১০-২০১৯ | ১০:০১ |

    জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদার প্রতি আমাদের শ্রদ্ধা। অভিনন্দন মি. ইলহাম।

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ০২-১০-২০১৯ | ১২:১৪ |

    কবিরা কবিতা লিখেন। হাতে কলমে কাগজে কিংবা টাইপ করেন। অতঃপর, সেগুলো কাব্যগ্রন্থ হলে দেখা দেয় ছাপার অক্ষরে অক্ষরে অক্ষরে শব্দের বুনন শুরু হয় শব্দ শব্দ খেলার লগন। মাঝে মধ্যে কিছু অক্ষরে হয় প্রাণের সঞ্চার অক্ষর হয়ে ওঠে জীবন্ত, উদ্ভাস কথা বলবার। অসাধারণ বলেছেন কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. সাজিয়া আফরিন : ০২-১০-২০১৯ | ১৪:২৫ |

    অক্ষর জীবন্ত হয়ে ওঠে। ঠিক তাই কবি। শ্রদ্ধা জানাই। Smile

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ০২-১০-২০১৯ | ১৯:৪৪ |

    ভালোবাসা কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ০২-১০-২০১৯ | ২০:২১ |

    অভিনন্দন কবি ইলহাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...