প্রতিদিন প্রয়োজন পাঁচশ পঞ্চাশ লিটার

পৃথিবীর ফুসফুস আজ পুড়ে যাচ্ছে
মাছ গাছ প্রাণীর কয়লা
পড়ে আছে এখানে সেখানে
সব কয়লাই কালো মনে হচ্ছে।

এমাজনে আজ, সিংহ হরিণ ধরছে না
বাঘে মহিষে লড়াই চলছে না
বাঘ, মহিষ, সাপ ব্যাঙ, সিংহ, হরিণ
আজ তাদের চেহারা বড়ই মলিন
হুঙ্কার নেই
হিংস্রতা নেই
একসাথে বসে আছে সবাই
চারিদিকে আগুয়ের দাবানল
বিভীষিকাময় ধোঁয়ার অন্ধকার
কেউ কী নেই আজ ওদের বাঁচাবার?

ওরা মারা যাক !
সব গাছ পুড়ে যাক!
কার কী আসে যায়?
আমরা এখন ব্যস্ত হয়েছি এ, ওকে দোষারোপ করবার
আর হিসেব করছি কত খরচ হবে আগুন নেভাবার !

অথচ কেন আমরা হিসেব করছি না
নিজেদের বাঁচাবার?
কেন আমরা বানাচ্ছি না
মানুষের জন্য পিঠে বেধে রাখবার
লিকুইড অক্সিজেনের কনটেইনার?

চলে এসেছে সেই সময় এইবার হিসেব করবার
একজন মানুষের প্রতিদিন প্রয়োজন ৫৫০ লিটার
তাহলে সাতশ কোটি মানুষের জন্য কত দরকার?

ওই যে, আকাশের ওই নীল রং?
ওটাইতো ওজন স্তর!
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে
আস্তে আস্তে ওই নীল,
নীলাম্বরী,
নীল শাড়ি,
নীলিমা !
ওহ !
আমার নীলিমা?
আমার নীলিমা কোথায়?
নীলিমা তুমি কোথায়?

সেই যে কবে দেখেছিলাম তোমাকে,
নীল শাড়ির আঁচলে ঢেকে
বলেছিলে আমাকে,
চলো না হারিয়ে যাই সেখানে
আকাশের নীল রং মিশে গেছে যেখানে
নীল সমুদ্রের উজ্জ্বল নীল জলের মাঝখানে !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ০টি) | ৮ জন মন্তব্যকারী

  1. শাকিলা তুবা : ০৪-০৯-২০১৯ | ১১:২২ |

    কবিতার শুরু থেকে মধ্য; আর শেষ ভাগের অনুভব প্রকাশে আপনার দক্ষতার প্রমাণ মেলে। শুভেচ্ছা। Smile

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ০৪-০৯-২০১৯ | ১১:৩৬ |

    অথচ কেন আমরা হিসেব করছি না
    নিজেদের বাঁচাবার?
    কেন আমরা বানাচ্ছি না
    মানুষের জন্য পিঠে বেধে রাখবার
    লিকুইড অক্সিজেনের কনটেইনার?

    চলে এসেছে সেই সময় এইবার হিসেব করবার
    একজন মানুষের প্রতিদিন প্রয়োজন ৫৫০ লিটার
    তাহলে সাতশ কোটি মানুষের জন্য কত দরকার?

    নিস্তার নেই! উপাও নেই বাঁচবার। 

    কবিকে শুভেচ্ছা।   

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৪-০৯-২০১৯ | ১১:৪১ |

    আলাপনের মতো করে লিখাটি উঠে এসেছে মি. ইলহাম। সম্ভবত এটাও একটি নীরিক্ষাধর্মী লিখা। এবং পরে আরও শুদ্ধ হবে। এনিওয়ে, শুভেচ্ছা জানবেন। ধন্যবাদ। Smile

    GD Star Rating
    loading...
  4. সাজিয়া আফরিন : ০৪-০৯-২০১৯ | ১২:১৮ |

    ভালো লিখেছেন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ০৪-০৯-২০১৯ | ১২:৩৩ |

    কবিতাটি পড়লাম। একসময় আপনাকে একটিভ দেখতাম এখন দেখি না। Frown

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ০৪-০৯-২০১৯ | ১৩:০৫ |

    আপনার পোস্টে মন্তব্য করার আগে দুবার ভাবতে হয়। আমার মন্তব্য আপনি আদৌ দেখবেন কিনা। ভালোবাসা কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  7. রিয়া রিয়া : ০৪-০৯-২০১৯ | ১৩:১০ |

    শুভেচ্ছা কবি ইলহাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  8. জাহিদ অনিক : ০৫-০৯-২০১৯ | ৪:৩৮ |

     

    কবিতায় ভালোলাগা কবি ইলহাম 

    GD Star Rating
    loading...