মুসলিম (বিশ্বাসীদের) বলছিঃ

বিজয় টিভিতে দেখলাম লিটন দেওয়ান চিশতী নাকি যে কোনও মানুষের চেহারা দেখে ভবিষ্যত বলে দিতে পারে। অথচ পবিত্র কোরান এ আল্লাহ বলেছেন ভবিষ্যত শুধু তাঁর জ্ঞানে আছে।

“আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। [সূরা ১৬ /নাহল – ৭৭]”

উক্ত লিটন দেওয়ান নাকি এমন আধ্যাত্মিক শক্তির অধিকারী যে উনি যে পাথর দিবেন তা দিয়ে যে কেউ কোটিপতি হয়ে যাবেন কয়েক দিনের মধ্যে এবং এও বলেন যে নবী (সাঃ) নাকি আকিক পাথরের আংটি পড়তেন।

আসুন দেখি সহীহ হাদিস কী বলে?

১) আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সাঃ) রূপার আংটি ব্যবহার করতেন। আর তার আংটিতে আবিসিনীয় পাথর বসানো ছিল। (৭১])আবু দাউদ, হা/৪২১৮

২) ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (সঃ) একটি রৌপ্যের আংটি তৈরি করেছিলেন। তিনি তা দ্বারা (চিঠিপত্রে) সীল মারতেন, তবে তিনি (সচরাচর) তা পরিধান করতেন না। [৭২] নাসাই, হা/৫২১৮; মুসনাদে আহমদ, হা/৫৩৬৬।

৩) আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) যখন অনারব রাজা-বাদশাহদের কাছে দাওয়াতপত্র প্রেরণের সংকল্প (ইচ্ছা) করেন তখন তাকে জানিয়ে দেয়া হয় যে, তারা সীল ছাড়া চিঠি গ্রহণ করে না। তাই তিনি একটি আংটি তৈরি করান। তার হাতের নিচে রাখা আংটিটির ঔজ্জ্ব্বল যেন আজও আমার চোখের সামনে ভাসছে। [৭৩]সহীহ মুসলিম, হা/৫৬০২; মুসনাদে আবু ইয়ালা, হা/৩০৭৫

৪) আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটিতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ অংকিত ছিল। ‘মুহাম্মাদ’ এক লাইনে, ‘রাসূল’ এক লাইনে এবং ‘আল্লাহ’ এক লাইনে। [১] সহীহ বুখারী, হা/৫৮৭৮; ইবনে হিব্বান, হা/১৪১৪

এখানে ৪ টি সহিহ হাদিস এর মধ্যে প্রথম হাদিস এ দেখা যায় তিনি রুপার আংটিতে আবিসিনীয় পাথর লাগিয়ে ছিলেন কিন্তু পরের ৩ টি সহিহ হাদিস বলা আছে নবী (সাঃ) রুপার আংটি ব্যবহার করতেন।

কিন্তু হযরত মুহাম্মদ (সাঃ) রুপার যে আংটি ব্যবহার করতেন সেই আংটিতে লেখা ছিল “মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এবং যেহেতু তিনি অক্ষর জ্ঞান হীন ছিলেন তাই কারও কাছে ইসলামের আহবান করার জন্য চিঠি লিখতে জানে এমন সাহাবীকে দিয়ে ইসলামের আহবান লিখাতেন এবং নবী (সাঃ) ওই চিঠিতে নিজের নাম এবং তিনি রাসুল – তা ওই আংটি দিয়ে সীল মারতেন।

কোনও সহিহ হাদিসেই এমন বর্ণনা নেই যে তিনি পাথরের আংটি ব্যবহার করে নিজে এবং মানুষকে কোটিপতি করেছেন। লিটন দেওয়ান নামক এই লোকটি নিজেও শিরক করছে এবং অনেক মানুষকে শিরক করাচ্ছে। আল্লাহ পবিত্র কোরান এ ঘোষণা করেছেন, জেনে শুনে শিরক করলে তওবা করলেও তা মাফ করবেন না।

প্রথম মারাত্মক শিরক যেটা করছে সেটা তিনি নিজেকে আল্লাহর সমকক্ষ বলছেন, অর্থাৎ আল্লাহ সুরা নাহলে বলছেন, অদৃশ্যের জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে, আর লিটন দেওয়ানও বলছে অদৃশ্যের জ্ঞান অর্থাৎ সে ভবিষ্যত বলে দিতে পারে।

দ্বিতীয় শিরক করছে, নবী (সাঃ) রুপার আংটি ব্যবহার করতেন সীল মারার জন্য আর লিটন দেওয়ান বলছে সে পাথরের আংটি দিয়ে মানুষের দুঃখ, দুর্দশা কাটিয়ে দ্রুত মানুষকে কোটিপতি করে দিতে পারে। এর মানে আল্লাহ ওই দুঃখ, দুর্দশা কাটিয়ে দ্রুত মানুষকে কোটিপতি করতে পারে না কিন্তু তার ওই পাথর এগুলো পারে।

লিটন দেওয়ান সাহেবকে বলছি, ধর্মের নামে মানুষকে শিরক এর পথে নেয়ার স্পর্ধা আপনার আসলো কোথা থেকে? আপনি এতো আধ্যাত্মিক শক্তিধর হয়ে থাকলে আপনার দশ আংগুলে দশটি পাথর পড়ে থাকলেই তো প্রতিদিন আকাশ থেকে দশ বস্তা টাকা আপনার ঘরে চলে আসবে। আপনি অযথা ধর্মের নামে পাথর বেচার ধান্দাবাজি বন্ধ করুন।

এভাবে মানুষকে শিরক করাবেন না। আলেম সমাজ হয়তো আপনাকে কিছু বলতে পারে না আপনার পেশী শক্তির ভয়ে কিন্তু আমার মতে একজন সচেতন মুসলিম হিসেবে আমি এই শিরক কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর মানুষকে ধোঁকা দেয়ার বা বাটপারির যে রাষ্ট্রিয় আইন আছে সেই আইনের আওতায় আপনাকে আনা হতে পারে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ০টি) | ১০ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৭-২০১৯ | ৯:২৮ |

    youtu.be/m8erf2o1ox8

    ভণ্ড জ্যোতিষ লিটন দেওয়ানের মুখোশ ফাঁশ তালাশ টিম এর একটি প্রতিবেদন দেখেছি টিভিতে। অনেক সেলিব্রেটিরা নাকি টাকার বিনিময়ে বিজ্ঞাপনের মডেল হতেন। Frown

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ২৩-০৭-২০১৯ | ১০:৫৮ |

    আপনার আলোচনায় সত্যতা পেলাম। এই সব ভণ্ডদের শাস্তি হওয়া দরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif 

    GD Star Rating
    loading...
  3. আবু সাঈদ আহমেদ : ২৩-০৭-২০১৯ | ১২:০১ |

    লিটন দেওয়ান চিশতী একজন মহাবীর মহামানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

    GD Star Rating
    loading...
  4. সাজিয়া আফরিন : ২৩-০৭-২০১৯ | ১২:০৪ |

     সর্বত্রই ধর্মের নামে পাথর বেচার ধান্দাবাজি বন্ধ করতে হবে। র‌্যাপিডলি।

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ২৩-০৭-২০১৯ | ১২:৩০ |

    এমন ভণ্ড বাবার অভাব নেই আমাদের সমগ্র ভারতে ইলহাম ভাই। এরা আইনের মধ্যে থেকেই আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখায়। Smile

    GD Star Rating
    loading...
  6. রিয়া রিয়া : ২৩-০৭-২০১৯ | ১২:৩৪ |

    জানলাম কবি ইলহাম দা। 

    GD Star Rating
    loading...
  7. শাহাদাত হোসাইন : ২৩-০৭-২০১৯ | ১৪:০৯ |

    প্রতারক কে প্রতারনা করার সুযোগ করে দিয়েছে ছায়াছবির শিল্পীরা,আমি এ্যাডটা দেখেছি আর হেসেছি,যে এদের মত টাকার গোলাম দ্বিতীয় কোন দেশে নাই,এসব মূর্খরা মূর্খদেরকে প্রমোট করে টাকা খেয়ে। 

    GD Star Rating
    loading...
  8. নাজমুন : ২৩-০৭-২০১৯ | ১৮:১৯ |

    মানুষের সমস্যা থাকলে মন দুর্বল থাকে । এই দুর্বল মনের সুযোগ নেয় এই লিটন দেওয়ানরা । তার উপর আছে এখানকার মানুষদের কুসংস্কারে বিশ্বাস আর অশিক্ষা কুশিক্ষা । 

    আলোচনা ভালো হয়েছে । ভালো থাকবেন।

    GD Star Rating
    loading...
  9. যুনাইদ : ২৩-০৭-২০১৯ | ১৯:৪৯ |

    এ পুরাপুরি ভন্ড। এর আগের কয়েকটা বাটপারি ব্যবসায় ধরা খাবার পর এই ধান্দাবাজীতে নেমেছে। 

    এক আমার এক আত্মীয় ছোটবেলা থেকে চেনে। টাউটের উপর যদি কিছু থাকে এ সেটা! 

    GD Star Rating
    loading...
  10. মাহমুদুর রহমান : ২৩-০৭-২০১৯ | ২০:০২ |

    আপনার লেখাটা অত্যান্ত যুগোপযোগী। 

    অনেক অনেক শুভকামনা রইলো। 

    GD Star Rating
    loading...