এইতো সেদিন নুসরাত
আজকে আবার রিফাত !
কেরোসিন শরীরে ঢেলে
মানুষ মানুষকে পুড়িয়ে মারার নৃশংসতা!
চা-পাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে
মানুষ মানুষকে মেরে ফেলার বর্বরতা!
কেন এগুলো করছেন?
তোরা কবিরা কবিতা লেখা বাদ দে।
দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে লিখিস?
সন্ত্রাসের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে লিখিস?
হ্যাঁ, লিখি।
জাহান্নামে কী থাকে?
আগুন।
মানুষের শরীরে আগুন দিয়ে বুঝিয়ে দিলাম জাহান্নামটা কি।
কেন?
দিনের বেলা চা-পাতি দিয়ে কেন কুপিয়েছি বুঝিস না?
না।
তোদের কলিজা কাঁপানোর জন্য, তোরা কবিতা লেখা বাদ দে।
অন্যায়ের বিরুদ্ধে কবিদের কলম চলেছে, চলছে, চলবেই।
তোদের সব কবিদের ব্রাশ ফায়ার করে ওপরে পাঠিয়ে দেবো।
কবিদের কলম ওই চা-পাতির চেয়ে ধারালো।
কী?
কবিদের কলমের আগুণের ফুলকি তোদের ওই জাহান্নামের চেয়ে উত্তপ্ত।
কী?
কবিদের কলমের এক ফোটা কালি অকেজো করে দেবে তোদের সব মাশিনগান।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিদের কলমের আগুনের ফুলকি তোদের ওই জাহান্নামের চেয়ে উত্তপ্ত।
কবিদের কলমের এক ফোটা কালি অকেজো করে দেবে তোদের সব মাশিনগান।
loading...
কৃতজ্ঞতা প্রিয় বড় ভাই।
আসলে এই কবিতাটি আমার ইচ্ছে মতো লিখেছি, এখানে কবিতার প্রচলিত গ্র্যামার নেই।
গদ্য কবিতা থেকেও কিছুটা সরে এসেছি।
জানিনা এটাকে কেউ কবিতা বলবে কি না তবে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন এখানে কবি সমাজ রুপক হিসেবে এসেছে।
আসলে যাঁরা দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁদের ভেতরের এবং বাইরের কিছু স্বার্থবাদী মহলের কাছে এই সঠিক পথ সহ্য হচ্ছে না।
তাই এসব নৃশংস কান্ড ঘটাচ্ছে কিন্তু তাতে তারা বর্তমান সরকারের ইমেজ নষ্ট করতে পারবে না বরং এক্ষেত্রে বর্তমান সরকারের কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা তাঁরা ভালোই জানেন।
কবি সমাজ ছাড়াও অন্য কিছু রুপক হিসেবে আনতে পারতাম কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের কবি সমাজ বেশ কিছুটা অবহেলিত অথচ এই কবি সমাজ অতীতে দেশ এবং সমাজকে সংস্কার করেছেন, বর্তমানেও করছেন এবং ভবিষ্যতেও করবেন।
loading...
এই কবিতায় চিত্র ভাবনা বাস্তবতা বা সুখের নয়; আমাদের সামাজিক অবক্ষয়ের।
loading...
জি, সঠিক বলেছেন প্রিয় সুমন আহমেদ ভাই।
তবে এই অবক্ষয় শুরু হয়েছে অনেক আগেই।
এখন এই অবক্ষয় থেকে আমাদের বের হওয়ার সময় এসেছে।
loading...
অসাধারণ প্রত্যয়ের সাথে লিখেছেন কবি ইলহাম ভাই। কবিতা এগিয়ে যাক।
loading...
ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
আপনার আন্তরিক মন্তব্যটি আমাকে অনুপ্রাণিত করেছে।
loading...
সময় হচ্ছে সময়ের নিয়ামক। ভাল থাকুন কবি ইলহাম দা।
loading...
কৃতজ্ঞতা প্রিয় কবিদি।
loading...
ওদের কথায় পাবো না যে ভয়
লিখবো প্রতিবাদী কবিতা,
হবে কোনোএক দিন মানবতার জয়।
লিখে যান শ্রদ্ধেয় কবি দাদা। ভয় নেই। সাথে আছি।
loading...
কৃতজ্ঞতা প্রিয় নিতাই দা।
loading...
সব অচল করে দিন যত যা অনিয়ম।
loading...
হবে প্রিয় শাকিলা আপু।
ক্রনিক ডিজিজতো – একটু সময় লাগবে।
loading...
এমন স্পিরিট চাই কাজে ও কলমে ভাইজান।
loading...
ধন্যবাদ প্রিয় সাঈদ ভাই আন্তরিক মন্তব্যটির জন্য।
এমন স্পিরিট আমার কলমে আছে কিন্তু এমন স্পিরিটের কাজ আমার হাতে নেই।
এই কাজগুলো আছে আইন শৃংখলা রুক্ষাকারী বাহিনীর কাছে, প্রশাসনের কাছে এবং জনপ্রতিনিধির কাছে।
তবে একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার সাধ্যমতো আমার এলাকায় সামাজিক সোসাইটি গড়ে তুলেছি।
এই সোসাইটির কাজগুলো হচ্ছে, দুর্যোগে (অগ্নিকান্ড, ভূমিকম্প, বন্যা) কী করণীয় সে সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। যেমন বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে আগে মেইন সুইচ অফ করতে হবে, কাগজ-কাঠ এই ধরণের কিছুতে আগুণ লাগলে পানি দিতে হবে, কিন্তু তেলে বা গ্যাসে আগুণ লাগলে পানি দিলে হবে না। কোথায় পানি দিতে হবে আর কোথায় ফায়ার ডিসটিংগুইস ব্যবহার করতে হবে তা অনেকেই জানেন না।
এই সোসাইটি আরও গুরুত্বপুর্ন কাজ হচ্ছে, এলাকায় মাদকাসক্ত কাউকে পেলে পুলিশে দেয়া, না – আমরা পুলিশে দেই না, ওরা আমাদেরই সন্তান, ওদের গার্জিয়ানদের সচেতন করা এবং মাদক থেকে কী করে বের হতে পারে তার পরামর্শ দেয়া ইত্যাদি।
loading...
এমনটাই চাই। সমর্থন থাকবে ভাই।
loading...
কৃতজ্ঞতা প্রিয় সাজিয়া আফরিন আপু।
loading...