কোথাও যেন একটা কিছু নেই
এখানে সেখানে কোথাও যেন একটা কিছু নেই
অন্তরে অন্দরে সুন্দরে বন্দরে মন্দিরে অস্থিরে
গণ্যরে মাণ্যরে পিঞ্জরে জিঞ্জিরে অস্থিরে স্বস্থিরে
দেখেছি খুঁজেছি নেই তো! যেন একটা কিছু নেই।
প্রান্তরে কান্তারে আন্ধাঁরে চাঁন্দোরে গর্গরে উত্তরে
কিংকরে কিন্নরে গম্ভীরে কুম্ভীরে অপ্সরে খদ্দরে
কোথাও নেই তো! কোথাও যেন একটা কিছু নেই।
ভালোবাসায়
অবহেলায়
নিঃশ্বাসে
বিশ্বাসে
উপহাসে
উপাস্যে
হাসিতে
কান্নাতে
গদ্যতে
পদ্যতে
কোথাও তো নেই!
কামজ্বরের কামনায়
ওষ্ঠাধারের উষ্ণতায়
কোথাও তো নেই!
কাহারবা কাহাল রাগ খেয়াল
হারিয়েছে তাল হয়েছে বেহাল।
জীবনের যতো মিল বা অমিল
হিসেবের খাতায় নেই অন্ত্যামিল।
বসে আছি পুকুর পাড়ে একলা একা
একলা ঘাটে বিকেল বেলা একা একা
ছোট্ট ছোট পাথর ছুড়ি আস্তে করে একটা একা
পাথর ডুবে টপাক করে ছিটকে পানি আকা বাঁকা।
আঁকর বাঁকর শেকড় পাথর হারিয়ে গেল সব
একটাও যে নেই!
নেই তো আর কিছুই!
কোথাও তো নেই! কোথাও যেন একটা কিছু নেই।
খানে সেখানে কোথাও যেন একটা কিছু নেই
loading...
loading...
জীবনের যতো মিল বা অমিল
হিসেবের খাতায় নেই অন্ত্যমিল।
নেই তো আর কিছুই!
কোথাও তো নেই! কোথাও যেন একটা কিছু নেই।
loading...
আসলেই তাই ইলহাম ভাই। কখনও কখনও মনে হয় কোথাও কেউ নেই।
loading...
অনেক ভাল থাকুন কবি ইলহাম দা। শুভ সকাল।
loading...
সুন্দর কবিতা।
loading...
অভিনন্দন আর ভালোবাসা কবি ইলহাম ভাই।
loading...
শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা জানবেন প্রিয় মুরুব্বি,
কবি সুমন আহমেদ ভাই, প্রিয় কবি দি রিয়া চক্রবর্তী, গুণী কবি শাকিলা তুবা এবং

জনপ্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...