দ্বৈত বৈশাখ
বছর শেষে চৈত্রের সূর্যাস্ত যেন
সাগর স্রোতের মতোই টেনে নিয়ে যায় জীবনের সকল জঞ্জাল
উদিত নতুন সূর্যের মুখে ওই দেখা যায় মমতাময়ী এক শান্তির পরশ
তবে বুকে তার জমে আছে পৃথিবী পোড়ানোর মতো জ্বলন্ত এক
উত্তাল উত্তাপের আক্রোশ।
এসো – স্বাগত হে নতুন বৈশাখ
মনে প্রাণে জনে জনে জাগাও আশা ভরসা
এসো – স্বাগত হে নতুন বছর
আমাদের মাঝে হৃদ্যতা খুঁজে জাগাও প্রেমের আশা।
ভুলে যাক সকলে অতীতের যত হিংসা ঈর্ষা রেষারেষি
এসো মিলেমিশে হাতে হাত রেখে থাকি একে অপরেরে পাশাপাশি
এসো মানবতার নিবিড় বন্ধনে আমরা আমাদের ভালোবাসি।
কিন্তু! শোণ হে নতুন বৈশাখ
শোণ হে নতুন সূর্যের উত্তাল উত্তাপ
নতুন বছরে আমরা সইবো না আর
অশুভ শক্তির কোনও নির্মম অত্যাচার
আড়াই বছরের শিশু ধর্ষনের কলংক!
মসজিদে মন্দিরে গোলা বর্ষণের আতঙ্ক!
আলোকিত ধর্মের নামে যদি ধর্মকে করা হয় অপব্যবহার
অশুভ শক্তি যদি চায় জীবন্ত মানুষের গায়ে আগুন জ্বালাবার
সমাজকে যদি মাদকাশক্ত বানিয়ে বাঙালির ভবিষ্যতকে করতে চায় অন্ধকার!
আবারো যদি এখানে সেখানে আগুন আর মানুষের কয়লা দেখা যায়!
আবারো যদি সন্ত্রাস আর উন্নয়নের মহাসড়কে মৃত্যুর করুণ আর্তনাদ শোণা যায়!
আবারো যদি চেষ্টা করে কর্মাক্ত করবার
মুখচ্ছবিতে আমাদের সোনার বাংলার!
তবে হে নতুন সূর্য –
ঢালো তীব্র প্রতিবাদের আগুন উত্তাল উত্তাপ
জ্বালিয়ে পুড়িয়ে অশুভ শক্তিকে করো উৎখাত।
তবে হে নতুন বৈশাখ –
আকাশে বজ্র আনো
কলঙ্কে আঘাত হানো
হয়ে ওঠো ভয়ঙ্কর কালবৈশাখ।
loading...
loading...
এসো – স্বাগত হে নতুন বৈশাখ
মনে প্রাণে জনে জনে জাগাও আশা ভরসা
এসো – স্বাগত হে নতুন বছর
আমাদের মাঝে হৃদ্যতা খুঁজে জাগাও প্রেমের আশা।
loading...
loading...
ভুলে যাক সকলে অতীতের যত হিংসা ঈর্ষা রেষারেষি। শুভেচ্ছা কবি।
loading...
ভুলে যাক সকলে অতীতের যত হিংসা ঈর্ষা রেষারেষি
এসো মিলেমিশে হাতে হাত রেখে থাকি একে অপরেরে পাশাপাশি
এসো মানবতার নিবিড় বন্ধনে আমরা আমাদের ভালোবাসি।
loading...
ভুলে যাক সকলে অতীতের যত হিংসা ঈর্ষা রেষারেষি। শুভ হোক নতুন বছর।
loading...
নতুন বছরের শুভ কামনা কবি ইলহাম দা।
loading...