চক্র

চক্র

– এই তুমি উঠলা ক্যামনে?
– আপনিতো আমার সামনেই বসে চা খাচ্ছেন
– চা খায় না পান করে?
– খাওয়া এবং পান করা এ পার্থক্য হয় লেখার সময়, আমি আর আপনিতো এখন কথা বলছি, লিখছি না।
– হুম বুঝলাম কিন্তু তুমি উঠলা ক্যামনে?
– ভাইজান সেটাইতো বলছি, আপনিও চায়ের দোকানে আমিও ওই একই চায়ের দোকানে বসে আছি
– হুদাই প্যাচাস ক্যান, কেমনে উঠলি হেইডা ক
– আরে দুইজনই বসে আছি, কেউই বিছানায় ঘুমাচ্ছি না, আমি উঠেছি ভোরে, টাইমটা মনে নাই
– তরে কী ঘুমেত্তে উডার কতা কইছি হালার পুত?
– তাহলে কীসের কথা বলছেন ভাইজান?
– মনে হইতেছে এহন কিচ্ছু বুজিস না, ফিডার খাছ? তুই বাড়ি বানাইছস কয়ডা?
– কেন ভাইজান?
– এই দেশে ৫ টা আর সেকেন্ড হোম না কি জ্যান কয় ওইডা মনে হয় দুবাই, ঠিক না?
– ও বড়লোক হয়েছি কী করে সেটা জানতে চাচ্ছেন?
– দুইডা জি প্রেমিক, একটা নিশান পেট্রোল আরেকটা কি জ্যান লেক্সি না ফ্লেক্সি জীপ কিনছস!
– লেক্সি না ওটা লেক্সাস আর জি প্রেমিক না ও দুটো জি প্রেমিও
– হেইডাইতো কইতাসি, তুই উঠলি ক্যামনে?
– ভাইজান চক্র বোঝেন?
– চা চক্র?
– না, এটা বাংলা চক্র
– এইডা আবার কী?
– এই চক্র যতদিন না চিনবেন আর এই চক্রের ভেতর যতদিন না ঢুকবেন ততদিন উঠতে পারবেন না।
– এই চক্রের সদস্য হইতে কী যোগ্যতা লাগে রে?
– ভাইজান, অগুলো এখানে বলা যাবে না, সবাই শুনে ফেলবে।
– হুম, বুচ্ছি কিন্তু এহনতো দ্যাশ ঠিক হইতাসে দেখা যায়!
– আরে রাখেন চাচাজি, এই দেশ কেউ ঠিক করতে পারবে না।
– ক্যান? একদিন ইউরোপ আমেরিকাওতো এমন ছিলো, এহন ঠিক হইছে না?
– আরে চাচা এইডা ইউরোপ আমেরিকা না এইডা বাংলাদেশ।
– বাংলাদেশ তাতে কী হইছে, ঠিক করন যাইবো না?
– না
– ক্যান?
– এই চক্র ভাংগার কোনও শক্তি নাই
– ক্যান?
– এই দেশকে ঠিক করতে হলে এই চক্র আগে ভাংতে হবে।
– ভাংতে হইলে ভাংতে হইবো!
– এই চক্র ভাংগার সাহস যারা দেখাবে, যারাই ভাংগার কাজ শুরু করবে তারাই ভেঙে যাবে।
– ক্যান?
– ইতিহাস দেখেন নাই?
– কী ইতিহাস?
– এ দেশ স্বাধীন হয়েছে তাতে সমস্যা হয় নি কিন্তু যখন তিনি এ দেশ ঠিক করতে চাইলেন তখনই…..
– আর কইতে হইবো না বুচ্ছি।
– বুঝলে চুপচাপ থাকেন চাচা, এই চক্রের ভেতর ঢুকে পড়েন, যারা দেশ ঠিক করার কথা বলছে কিছুদিন পরই দেখবেন কী হয়!
– নারে! আমিওতো এই দ্যাশের জন্য যুদ্ধ করসি ওনার কথায়, আমি ক্যামনে এতবড় বেঈমানী করুম রে!
– আরে চাচা রাখেনতো ঈমাণের কথা, এই যে আমি এই চক্রে ঢুকে কত ভালো আছি দেখছেন না?
– তরা পারবি, তরা যুদ্ধ করসনি, দ্যাখসনি, আমি যুদ্ধ করসি, আমি এই চক্রে ঢুকুম না।
– না ঢুকলে আপনার ভবিষ্যত খারাপ চাচা।
– কেউ এ দেশ ঠিক করতে না পারলে আমারে খালি একবার আমার জেলা ঠিক করার ক্ষমতা দে, দ্যাখ কী করি।
– পারবেন না চাচা, এ চক্র ভাংগার মতো কোনও শক্তি নাই।
– আরে রাখ! বাংলির চেয়ে দশগুণ খতরনাক পাকিস্তানি, ওগরে হুয়াইয়া দিসি! তুই কারে কী কস?
– আরে চাচা এই চক্র ভাংতে হলে নিজের জীবনের চেয়ে এই দেশকে বেশি ভালোবাসতে হবে আর সেই ব্যক্তি একজনই ছিলেন।
– এহনও আছে রে! তরা জানিস না, দেখবি এই দেশ ঠিক হইয়া যাইবো।
– হইলে ভালো, তখন চক্র থেকে বেরিয়ে আসবো।
– আর চক্কর ভক্কর চলবো না, এইবার ঠিক হইতেই হইবো।
– এজন্য বুকে দুর্বার অদম্য সাহসী দেশ প্রেমিক এবং সেই সাথে কৌশলী কিছু মানুষ প্রয়োজন চাচাজান।
– আছে, অরা আছে, সময় মতো অরা বাহির হইবো।
– কোথায় আছে ওরা! আমিতো দেখি না।
– তুই দ্যাখোস নাই কিন্তু অদের নাম শুইনাই ভয় পাইছস
– কৈ নাতো? ভয় পেলাম কোথায়?
– তুই এই আলাপের শুরুতে আমারে ভাইজান ডাকছস তারপর কখন চাচাজান কইতে শুরু করছস, কইতে পারবি?
– ও, না মানে “ওরা” না ” চক্র” না – না “ওরা” হ্যাঁ “ওরা” আছে, মনে হচ্ছে আছে, মনে হচ্ছে “ওরা” আছে!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৪-২০১৯ | ৭:৩৬ |

    জীবন আলাপন পড়লাম মি. ইলহাম। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ০৮-০৪-২০১৯ | ১৫:২৯ |

    আপনার লিখার ধাঁচ আমার ভালো লাগে ইলহাম ভাই। আপনার লিখা আগেও পড়েছি। 

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৮-০৪-২০১৯ | ১৫:৪২ |

    কথা গুলোন পড়লাম প্রিয় কবি ইলহাম দা।

    GD Star Rating
    loading...
  4. শাকিলা তুবা : ০৮-০৪-২০১৯ | ১৬:২৪ |

    ধন্যবাদ ইলহাম ভাই। আপনার লিখা সহজপাঠ নয়; একটু জটিল লাগে আমার কাছে। Frown

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৪-২০১৯ | ১৬:৩০ |

    চক্র + আলাপন। চক্রালাপন। অভিনন্দন কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...