মাথা গোল
– আমার টাকা আছে, আমার যা খুশি করবো, ন্যায় অন্যায় বুঝি না
– তার মানে আপনি এই থিওরিতে বিশ্বাসী ” মানি ইজ সেকেন্ড গড “?
– না, ওটা ভুয়া থিওরি
– তাহলে সঠিক থিওরি কোন টা?
– সঠিক থিওরি হচ্ছে ” মানি ইজ অনলি ওয়ান গড”
– আপনি ভুল পথে আছেন মিস্টার!
– কেন?
– আপনার বাবার কত টাকা ছিলো?
– সে কৃষক ছিলো
– হুম, বুঝতে পেরেছি
– কী বুঝলেন?
– আপনি দু নাম্বারি করে অনেক টাকা বানিয়েছেন
– হ্যাঁ, বানিয়েছি তাতে কী হয়েছে?
– টাকার একটা ওজন আছে।
– থাকলে থাক, তাতে আমার কী?
– অসৎ উপায়ে রাতারাতি টাকা বানিয়েছেন তো তাই টাকার সেই ওজন আপনি সইতে পারছেন না।
– হোয়াট ডু ইউ মিন?
– আপনি মিন মিন করে কথা বলতে পারেন কিন্তু আমি ওইসব মিন মিন কথা বলি না
– আপনি আমাকে অপমান করছেন? এবার বুঝবেন ঠ্যালা।
– কী ঠ্যালা?
– আপনার বাড়ি ভেঙে দেবো
– আমার রক্ত ঘাম করা টাকা দিয়ে বানানো বাড়ি আপনি ভাংবেন?
– হ্যাঁ, ভেঙে দেবো
– শুনুন মিস্টার, টাকা দিয়ে সব হয় না
– হয় কি না হয় তা আপনার বাড়ি ভেঙে দিলেই বুঝবেন
– দেশে আইন আছে কি করতে?
– আরে ধুর, ওসব আইন, আদালত, উকিল, পুলিশ, মন্ত্রী সব কিনে ফেলবো
– সরি মিস্টার, সে সময় এখন আর নেই, এখন দেশ উন্নত হচ্ছে, এখন দেশে আইনের সঠিক প্রয়োগ হচ্ছে আর দেশ এখন দূর্নীতি মুক্ত হচ্ছে
– আপনি যাই বলুন, তাল গাছ আমার কারণ আমার অঢেল টাকা আছে, আমি আপনার বাড়ি ভেঙেই ছাড়বো
– আপনি ভুল জায়গায় এসেছেন
– আপনি মৃত্যু চান নাকি বাড়ি চান?
– মৃত্যুর ভয় দেখাচ্ছেন? আমার মৃত্যু ভয় নেই
– ইয়ে, না, মানে কেন মৃত্যু ভয় নেই!
– শুনুন মৃত্যু চির সত্য, এই পৃথিবীতে আপনি, আমি এবং আমাদের সবার মৃত্যু হবে, দু দিন আগে আর পরে
– হ্যাঁ, তা অবশ্য ঠিক
– আপনার ওই অঢেল টাকা দিয়ে সব কিনতে পারলেও মৃত্যু কিনতে পারবেন না
– আপনার বাড়ি ভেঙে দিতে গেলে আপনি কী করবেন?
– বাধা দেবো
– বাধা দিতে আসলে যদি আপনাকে মেরে ফেলি?
– এ জন্যইতো বললাম, আপনি ভুল জায়গায় এসেছেন
– কে আপনি?
– আমি মানুষ তবে আমার মৃত্যু ভয় নেই
– কেন?
– কারণ আমি নিজের কাছে সৎ আছি, আর জন্ম মৃত্যু এগুলো সৃষ্টিকর্তার হাতে, আপনার হাতে নয়
– আরে পাগল! আমি সৃষ্টিকর্তাকে অনেক আগেই টাকা দিয়ে কিনে ফেলেছি
– আমার পা লম্বাই আছে কিন্তু আপনার মাথা গোল
– মাথা গোল মানে কী?
– মানে মানকচু, খাইলে গলা চুলকায়
– আবারও অপমান?
– অপমান না সম্মান সেটা পারে বলছি, আগে বলেন আপনি কী করে টাকা দিয়ে সৃষ্টিকর্তাকে কিনলেন?
– আমি হজ করেছি, মসজিদ বানিয়েছি, এতিমখানা বানিয়েছি, হাসপাতাল বানিয়ে দিয়েছি, গরীব দুঃখীদের দান খয়রাত করেছি ব্যাস সৃষ্টিকর্তা আমার হাতের মুঠোয়
-টাকা দিয়ে আর কী কিনেছেন?
– লয়ার, পুলিশ, সচিব, আমলা, মন্ত্রী, ক্যাডার ফ্যাডার সব কিনেছি, এখন আমার যা খুশি তাই করবো ন্যায় অন্যায় গোনার টাইম নেই
– এজন্যই বলেছি আপনার মাথা গোল
loading...
loading...
মনোলগ হিসেবে পড়লাম এবং দারুণ মজা পেলাম!
loading...
আলাপন ভালো লিখেছেন মি. ইলহাম। আশেপাশের জটিলতা কমিয়ে ফেলুন।
loading...
আলাপন ভালো লাগলো ,,,,শুভেচ্ছা জানবেন
loading...
সাহসী কথোপকথন। কথা সহজবোধ্য হলেও আপনার আগের লিখা গুলোর মতো এই লিখাটি ঠিক জমে উঠতে উঠতে শেষ পর্যন্ত হয়ে উঠেনি। নীরিক্ষা ধর্মী হলে ভিন্ন কথা। ধন্যবাদ।
loading...
আলাপন বলি আর কথোপকথন বলি; লেখাটি নীরিক্ষণ পর্যায়ে আছে। ফাইনাল হোক।
loading...
লিখাটি পড়লাম কবি তাসবীর ইলহাম ভাই।
loading...
জীবন কবিতাটি পড়লাম ইলহাম ভাই।
loading...