কোথায় যেন একটা গন্ধ পাই
একুশ তুমি বায়ান্নতে বাঙালির প্রাণ কেড়ে নিয়েছো
বিনিময়ে মায়ের ভাষায় কথা বলতে শিখিয়েছো
তাই আমরা সে শোক হাসি মুখে নিয়েছি
তুমি বাঙালির হাসি।
তুমি একাত্তরে এক মাস পাঁচ ঘর এগিয়ে এসে
এনে দিলে স্বাধীনতা
একুশ তুমি বাঙালির বীর।
কিন্তু তুমি পঁচাত্তরে ছ মাস এগিয়ে ছ ঘর নেমে গিয়ে
উপড়ে দিলে বাঙালির শেকড়!
একুশ তুমি বাঙালির অশ্রু
হৃদয়ের দগদগে ব্যথা!
একুশ তুমি গ্রেনেড হয়ে ঝাঁপিয়ে পড়লে দুই হাজার চারে
বঙ্গ কন্যাসহ বাঙালির ওপর
একুশ তুমি একুশবার যম হয়ে দাঁড়িয়েছো
বঙ্গ কন্যার মাথার ওপর
একুশ তুমি বাঙালির আতংক!
একুশ তুমি আমার পিতাকেও নির্মম হাতে কেড়ে নিয়ে গেলা
একুশ তুমি পুরান ঢাকায় দেখালে বীভৎস মানুষের কয়লা
কোথায় যেন একটা গন্ধ পাই!
একুশ! একুশ!! একুশ!!!
তুমি বাঙালির হাসি
বাঙালির বীর
তুমি বাঙালির অশ্রু
দগদগে ব্যথা!
একুশ তুমি বিতর্কিত, বিষ্ময়, নির্মম আতঙ্ক!
একুশ, তুমি বায়ান্নতে যা দিয়েছো
পঁচাত্তরে ছ মাস এগিয়ে ছ ঘর নেমে গিয়ে
তার অনেক বেশি কেড়ে নিয়েছো
একাশি, অষ্টাশি, উননব্বই, একানব্বই
চুরানব্বই, পঁচানব্বই, ছিয়ানব্বই, সাতানব্বই
দুই হাজার এক, দুই, চার, সাত
দুই হাজার এগারো, চোদ্দ, ষোল, সতেরো
একুশ তুমি একুশবার কালো বৃষ্টি হয়ে নেমেছো।
তুমিই কি সড়ক দুর্ঘটনার মন্ত্র আউড়ে যাচ্ছো?
তুমিই কি একের পর এক আগুন জ্বালিয়ে দিচ্ছো?
কোথায় যেন একটা গন্ধ পাই!
একুশ তুমি বিতর্কিত, বিষ্ময়, নির্মম আতঙ্ক
তোমাকে দেখলে আমরা খেই হারাই
কোথায় যেন একটা গন্ধ পাই।
loading...
loading...
একুশের দোষ কোথায় আর ? আমরা পিশাচ হয়ে গেছি।
loading...
'একুশ তুমি বিতর্কিত, বিষ্ময়, নির্মম আতঙ্ক
তোমাকে দেখলে আমরা খেই হারাই
কোথায় যেন একটা গন্ধ পাই।'
দীর্ঘ কবিতায় বক্তব্য অসাধারণ স্পষ্ট উঠে এসেছে কবি ইলহাম দা।
loading...
কবিতায় বলার কিছু নেই। যা বলার আপনিই বলে দিয়েছেন কবি ইলহাম ভাই।
loading...
গম্ভীর কবিতা। আমাদের জীবনের সকল সুখ দঃখ কোথায় যেন নামকরণ হয়ে গেছে।
loading...
কবিতায় সম্মান কবি।
loading...