কোথায় যেন একটা গন্ধ পাই

কোথায় যেন একটা গন্ধ পাই

একুশ তুমি বায়ান্নতে বাঙালির প্রাণ কেড়ে নিয়েছো
বিনিময়ে মায়ের ভাষায় কথা বলতে শিখিয়েছো
তাই আমরা সে শোক হাসি মুখে নিয়েছি
তুমি বাঙালির হাসি।

তুমি একাত্তরে এক মাস পাঁচ ঘর এগিয়ে এসে
এনে দিলে স্বাধীনতা
একুশ তুমি বাঙালির বীর।

কিন্তু তুমি পঁচাত্তরে ছ মাস এগিয়ে ছ ঘর নেমে গিয়ে
উপড়ে দিলে বাঙালির শেকড়!
একুশ তুমি বাঙালির অশ্রু
হৃদয়ের দগদগে ব্যথা!

একুশ তুমি গ্রেনেড হয়ে ঝাঁপিয়ে পড়লে দুই হাজার চারে
বঙ্গ কন্যাসহ বাঙালির ওপর
একুশ তুমি একুশবার যম হয়ে দাঁড়িয়েছো
বঙ্গ কন্যার মাথার ওপর
একুশ তুমি বাঙালির আতংক!

একুশ তুমি আমার পিতাকেও নির্মম হাতে কেড়ে নিয়ে গেলা
একুশ তুমি পুরান ঢাকায় দেখালে বীভৎস মানুষের কয়লা
কোথায় যেন একটা গন্ধ পাই!

একুশ! একুশ!! একুশ!!!
তুমি বাঙালির হাসি
বাঙালির বীর
তুমি বাঙালির অশ্রু
দগদগে ব্যথা!
একুশ তুমি বিতর্কিত, বিষ্ময়, নির্মম আতঙ্ক!

একুশ, তুমি বায়ান্নতে যা দিয়েছো
পঁচাত্তরে ছ মাস এগিয়ে ছ ঘর নেমে গিয়ে
তার অনেক বেশি কেড়ে নিয়েছো
একাশি, অষ্টাশি, উননব্বই, একানব্বই
চুরানব্বই, পঁচানব্বই, ছিয়ানব্বই, সাতানব্বই
দুই হাজার এক, দুই, চার, সাত
দুই হাজার এগারো, চোদ্দ, ষোল, সতেরো
একুশ তুমি একুশবার কালো বৃষ্টি হয়ে নেমেছো।

তুমিই কি সড়ক দুর্ঘটনার মন্ত্র আউড়ে যাচ্ছো?
তুমিই কি একের পর এক আগুন জ্বালিয়ে দিচ্ছো?
কোথায় যেন একটা গন্ধ পাই!

একুশ তুমি বিতর্কিত, বিষ্ময়, নির্মম আতঙ্ক
তোমাকে দেখলে আমরা খেই হারাই
কোথায় যেন একটা গন্ধ পাই।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. রুকশানা হক : ২৯-০৩-২০১৯ | ১১:২২ |

    একুশের দোষ কোথায় আর ? আমরা পিশাচ হয়ে গেছি।  

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৯-০৩-২০১৯ | ১১:৪৪ |

    'একুশ তুমি বিতর্কিত, বিষ্ময়, নির্মম আতঙ্ক
    তোমাকে দেখলে আমরা খেই হারাই
    কোথায় যেন একটা গন্ধ পাই।'

    দীর্ঘ কবিতায় বক্তব্য অসাধারণ স্পষ্ট উঠে এসেছে কবি ইলহাম দা। 

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ২৯-০৩-২০১৯ | ১২:৪৫ |

    কবিতায় বলার কিছু নেই। যা বলার আপনিই বলে দিয়েছেন কবি ইলহাম ভাই। Frown

    GD Star Rating
    loading...
  4. সৌমিত্র চক্রবর্তী : ২৯-০৩-২০১৯ | ১৩:২৩ |

    গম্ভীর কবিতা। আমাদের জীবনের সকল সুখ দঃখ কোথায় যেন নামকরণ হয়ে গেছে।

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ২৯-০৩-২০১৯ | ১৪:০০ |

    কবিতায় সম্মান কবি। 

    GD Star Rating
    loading...