কার্যকরী তাবিজ
– মীরজাফর এর বিশ্বাস ঘাতকতা এবং কূটকৌশলের কাছে নবাব সিরাজউদ্দৌলা কি পরাস্থ হয়েছিলেন?
– ইতিহাস তো তাই বলে
– ইতিহাস কি?
– রাজহাঁস কিংবা পাতিহাঁস নয়, তা জানি
– বিকৃত ইতিহাস এবং নিরেট সত্য ইতিহাস বুঝবার উপায় কি?
– এতো জটিল করছেন কেন? কে পরাস্থ হয়েছে, মীরজাফর না কি সিরাজউদ্দৌলা?
– মীরজাফর পরাস্থ হয়েছে
– কী করে?
– মীরজাফর এর বিশ্বাস ঘাতকতায় এবং কূটকৌশলের কাছে নবাব সিরাজউদ্দৌলা তাঁর রাজত্ব হারিয়েছেন
– তার মানেইতো পরাজিত
– না, এটা ভুল
– কেন?
– পরাজিত হয়েছে মীরজাফর
– কী করে?
– এমন কোনও মানুষ দেখাতে পারবেন যিনি মীরজাফর কে ঘৃনা করেন না?
– না
– ওই ঘটনার পর থেকে এমন কোনও মানুষ দেখাতে পারবেন যার নাম মীরজাফর রাখা হয়েছে?
– না, মীর মারুফ, মীর আলী, মীর মোসাররফ, মীর আব্বাস শুনেছি কিন্তু মীরজাফর শুনিনি
– আবার আবু জাফর, জাফর ইকবাল, কাজী জাফর ইত্যাদি পাবেন কিন্তু মীরজাফর নাম পাবেন না
– হ্যাঁ তাইতো দেখছি
– যতগুলো সিনেমা, নাটক, যাত্রা, ড্রামা হয়েছে কোথাও কি নবাব সিরাজউদ্দৌলাকে মুকুট বিহীন দেখেছেন?
– নাতো!
– মীরজাফর আজীবন কলঙ্কিত থাকবে আর সিরাজউদ্দৌলা আজীবন মানুষের ভালোবাসায় থাকবে
– হ্যাঁ এটা শতভাগ সঠিক
– তাহলে কে পরাজিত?
– মীরজাফর
– মানুষ আসলে দ্বৈত সত্তা দিয়ে তৈরি
– তাই নাকি?
– একটি হচ্ছে ক্রোধ, হিংসা, লোভ, ঠগবাজি, হিংস্রতা
– আরেকটি সত্তা কী?
– সেই একই মানুষের মাঝেই আবার বিবেক, বিশ্বাস, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, বিনয়, শ্রদ্ধা, পরোপকারী সত্তা বিদ্যমান
– ও
– এখন আপনি কোনটা নেবেন আর কোনটা ছাড়বেন , এটা আপনার বিষয়
– বুঝলাম না
– ধরুন কেউ আপনাকে ক্ষমতার দাপট দেখালো বা আপনি ভালো কাজ করছেন বা আপনার যোগ্যতা বা মেধায় হিংসা করে আপনার সাথে রেশারেশি করতে আসলো, আপনি কী করবেন?
– আমার ক্ষমতা বেশি থাকলে ওই কুত্তার বাচ্চার পাছায় আগুন জ্বালিয়ে দেবো
– ভুল করছেন, কুকুর বিশ্বাস ঘাতকতা করে না, প্রয়োজনে আপনার জন্য জীবন দিয়ে দেবে।
– ওই একই কথা, হারামজাদাকে ফেঁড়ে ফেলবো
– না, এটা করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না
– তাহলে কী করবো?
– ওই যে! “ক্রোধ, হিংসা, লোভ, ঠগবাজি, হিংস্রতা” এই সত্তাগুলো এড়িয়ে গিয়ে ওই মানুষটির মাঝেই বিদ্যমান “বিবেক, বিশ্বাস, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, বিনয়, শ্রদ্ধা, পরোপকারী” এই সত্তাগুলো নিয়ে মেতে উঠুন, রেশারেশি এভোয়েড করে মানুষের এই সত্তাগুলো নিয়ে ঘাটাঘাটি করুন, তাহলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং কোটি কোটি মানুষের হৃদয়ের একটি বড় অংশ জুড়ে মানুষের মাঝে মানুষের ভালোবাসায় চিরকাল থেকে যাবেন
– কিন্তু যারা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকবে?
– থাকতে দিন, আপনার পা থেকে না হয় একটু রক্তই ঝরবে তবুও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন
– আর ওরা যে কূটকৌশলে লাভবান হয়ে গেল ?
– ওই যে! মীরজাফর এর খাতায় ওদের নাম উঠে যাবে
– ভাইজান, সিরাজউদ্দৌলাতো রাজা ছিলেন, আমিতো আর রাজা নই, আমার সাথে কে মীরজাফরি করলো, সে খবর কে বা রাখবে?
– আপনি রাজা নয় তাতে কী?
– রাজা প্রজা ছাড়া সাধারণ মানুষের কথা কেউ মনে রাখে?
– “প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে”, এটা কত নম্বর ভার্স জানেন?
– আপনি ভুল করছেন, এটা ভার্স নয়, নিউটনের গতি বিষয়ক তৃতীয় সূত্র
– ও হ্যাঁ, ঠিকই বলেছেন, আমারই ভুল হয়েছে
– তা, এই সূত্র এখানে এসে ঢুকে গেল কেন?
– এটি এই মহাবিশ্বের এমন এক মহাসত্য যা আজও কেউ ভুল প্রমাণিত করতে পারেনি এবং পারবেও না
– বুঝলাম, তা এই সূত্র এখানে আনলেন কেন? এখন কি ক্যালকুলাস বা বস্তুর ভর, ওজন, অভিকর্ষ, মহাকর্ষ এইসব ক্লাস নেবেন নাকি?
– না, ওই যে বল্লেন আপনি রাজা নন, আপনার খবর কে বা রাখবে?
– হ্যাঁ তাইতো, সিরাজউদ্দৌলা রাজা ছিলেন তাই উনার খবর সবাই রেখেছেন, আমিতো আর রাজা নই
– আপনার খবর নিউটনের গতি বিষয়ক ওই তৃতীয় সূত্রই রাখবে
– ভাইজান, আপনি শুরু করলেন ইতিহাস দিয়ে, মাঝে টেনে আনলেন গনিত আর এখন ঢুকেছেন ফিলোসোফিতে, বাসায় যান, মাথায় তেল পানি দিন, ওষুধ পত্র খান তারপর ঘুম দিন
– কেন?
– আমার মনে হচ্ছে এরপর আপনি ভূগোল, বোটানি, বায়োলজি , রাষ্ট্রবিজ্ঞান, গার্হস্থ্যবিজ্ঞান, নৃবিজ্ঞান , সমাজবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যাবস্থাপনা, অর্থনীতি এমনকি মেটাফিজিক্সও টেনে আনতে পারেন।
– ঠিক আছে যাচ্ছি, আপনি আমার মানসিক স্বাস্থ্য নিয়ে যাই ভাবুন সেটা আপনার ব্যাপার তবে আমি মানুষের দ্বৈত সত্তার প্রথম সত্তাগুলো ( ক্রোধ, হিংসা, লোভ, ঠগবাজি, হিংস্রতা) এভোয়েড করে দ্বিতীয় সত্তাগুলোকে (বিবেক, বিশ্বাস, প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, বিনয়, শ্রদ্ধা, পরোপকারী) আপনার পথের পাথেয় বানালে আপনি সফল – এটা লিখে নিয়ে তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে রাখতে পারেন। ভালো থেকেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
loading...
loading...
বিবিধ ঘরানার লিখাটি পড়লাম মি. ইলহাম।
loading...
তর্ক আর বিতর্কে কথা আর বার্তার কার্যকরী তাবিজ।
loading...
আপনার জন্য শুভকামনা কবি ইলহাম। পড়লাম।
loading...
জয়-পরাজয়, ভুল-শুদ্ধ, আবেগ ও রিপু নানান কিছু কথোপকথনে পেলাম। সব শেষে একটা তাবিজ যার মানে "এক খন্ড বিশ্বাস"- সেটা এই কথোপকথন থেকে যাচাই বাছাই করে নিয়ে নিলাম। মীরজাফর নয়; ইভেঞ্চুয়ালি সিরাজউদ্দৌলাই জিতে যান!
loading...
আবেগ বিবেক যুক্তি বিযুক্তি প্রতি জনের সাথে আমাদের পার্থক্যের শেষ নেই। এরই মধ্য দিয়ে চলতে হবে। আপনার জন্য একরাশ শুভকামনা কবি ইলহাম দা। শব্দনীড়ে আপনাকে দেখছি কম, ফির ব্যস্ত হয়ে পড়েছেন মনে হয়।
loading...
– রাজহাঁস কিংবা পাতিহাঁস নয়, তা জানি
– বিকৃত ইতিহাস এবং নিরেট সত্য ইতিহাস বুঝবার উপায় কি? ( প্রশ্ন এখানেই)
loading...