আমাকে একটি রাইফেল দিন
প্রথমে চকলেটের প্রলোভন
তারপর নিরিবিলি রুম
একটু পর
চকলেট আর আইসক্রিম।
অতঃপর চিৎকার!
কান্না!!
আর্তনাদ!!!
দাপাদাপি!
রক্ত আর রক্ত!!
নিস্তেজ! নিথর!! অজ্ঞান!!!
শেষ হয়ে গেল সব আশা-ভরসা
এই মাত্র ধর্ষিত হলো
দুই বছরের শিশু আয়েশা !!!???
কেউ শুনতে পায়নি শিশুটির তীব্র আর্তনাদ?
কেউ ঠেকাতে পারেনি এই ভয়ঙ্কর আঘাত?
কেউ বাঁচাতে পারলো না শিশুটিকে?
ঐ হায়েনাদের আক্রমণ থেকে?
খুবলে খুবলে – কামড়ে কামড়ে
নিঃশেষ করে দিলো শিশুটিকে?
শিশুটির – আর্তনাদ – চিৎকার – হাহাকার
বাতাস বয়ে নিয়ে গেছে আকাশে – পাহাড়ে – সমুদ্রে – সবুজে ঘেরা অরণ্যে!!
বাতাস ঝড় তুলতে শুরু করেছে!
আকাশে বজ্রের ঝলকানি !!
সমুদ্রে ক্ষিপ্ত ঢেউয়ের তীব্রতা!
বনে-জঙ্গলে অগ্নিশিখার দাবানল!!!
ধেয়ে আসছে তীব্র বেগে ঘূর্ণিঝড়!!
এখন ভূমিকম্পের আশংকা!!!
অথচ?
কোথায় ছিলো এমনেস্টি ইন্টারন্যাশনাল?
কোথায় ছিলো চাইল্ড প্রোটেকটিভ প্রফেশনাল?
কোথায় মানব অধিকার?
কোথায় শিশু অধিকার?
কোথায়?
কোথায়?
কোথায় ?
আর নয় – আর নয়
না – আর নয়
আর হতে দেব না
সমাজের এই অবক্ষয়
আমাকে একটি রাইফেল দিন
আমি কলম ছেড়ে আজ তুলে নেবো রাইফেল।
আইন নিজের হাতে তুলে নেবেন?
আইন?
কিসের আইন?
কোথায় আইন?
আপনাদের এ আইন আমি মানি না
হিংস্র পশু মারতে কিসের আইন?
মানুষ হত্যা মহা-পাপ জানি
আমি মানুষ মারবো না
আমি মারবো হিংস্র পশুদের
যে আইনে আমরা মেরেছিলাম উনিশ’শ একাত্তরে
বর্বর হিংস্র পশুদের।
আমাকে একটি রাইফেল দিন
অথবা মেসিনগান দিন
না হলে অন্তত একটা পিস্তল দিন।
যদি না দেন,
তাহলে আমাদের যা কিছু আছে
তাই নিয়ে আমরা সরিয়ে দেবো
সমাজের এই জঞ্জাল
সরিয়ে দেবো বাংলার এই ঘৃণিত লজ্জিত অধ্যায়
শিশুদের করবো প্রাঞ্জল
দ্বীপ্ত দৃঢ়তায় থাকবো শিশু-কিশোরীর প্রহরায়
বাঙালির এ শক্তি বাঙালির অহংকার
পৃথিবীর কাছে এ আমাদের অঙ্গীকার।
loading...
loading...
দূর্দান্ত এবং অসাধারণ একটি লিখা। অভিনন্দন মি. ইলহাম।
loading...
এক্সপেরিয়েন্সড এক্সপেরিমেন্ট ইলহাম ব্রাদার।
loading...
দারুণ সাহসী কবিতা প্রিয় কবি ইলহাম দা।
loading...
শিশুটির – আর্তনাদ – চিৎকার – হাহাকার
বাতাস বয়ে নিয়ে গেছে আকাশে – পাহাড়ে – সমুদ্রে – সবুজে ঘেরা অরণ্যে!!
loading...
আপনার জন্য শুভকামনা কবি ইলহাম।
loading...
অসাধারণ অসাধারণ। সময়ের সাহসী মানুষ ইলহাম ভাই শুভেচ্ছা জানবেন।
loading...