আমাকে একটি রাইফেল দিন

আমাকে একটি রাইফেল দিন

প্রথমে চকলেটের প্রলোভন
তারপর নিরিবিলি রুম
একটু পর
চকলেট আর আইসক্রিম।

অতঃপর চিৎকার!
কান্না!!
আর্তনাদ!!!
দাপাদাপি!
রক্ত আর রক্ত!!
নিস্তেজ! নিথর!! অজ্ঞান!!!
শেষ হয়ে গেল সব আশা-ভরসা

এই মাত্র ধর্ষিত হলো
দুই বছরের শিশু আয়েশা !!!???

কেউ শুনতে পায়নি শিশুটির তীব্র আর্তনাদ?
কেউ ঠেকাতে পারেনি এই ভয়ঙ্কর আঘাত?

কেউ বাঁচাতে পারলো না শিশুটিকে?
ঐ হায়েনাদের আক্রমণ থেকে?
খুবলে খুবলে – কামড়ে কামড়ে
নিঃশেষ করে দিলো শিশুটিকে?

শিশুটির – আর্তনাদ – চিৎকার – হাহাকার
বাতাস বয়ে নিয়ে গেছে আকাশে – পাহাড়ে – সমুদ্রে – সবুজে ঘেরা অরণ্যে!!

বাতাস ঝড় তুলতে শুরু করেছে!
আকাশে বজ্রের ঝলকানি !!
সমুদ্রে ক্ষিপ্ত ঢেউয়ের তীব্রতা!
বনে-জঙ্গলে অগ্নিশিখার দাবানল!!!
ধেয়ে আসছে তীব্র বেগে ঘূর্ণিঝড়!!
এখন ভূমিকম্পের আশংকা!!!

অথচ?

কোথায় ছিলো এমনেস্টি ইন্টারন্যাশনাল?
কোথায় ছিলো চাইল্ড প্রোটেকটিভ প্রফেশনাল?
কোথায় মানব অধিকার?
কোথায় শিশু অধিকার?
কোথায়?
কোথায়?
কোথায় ?

আর নয় – আর নয়
না – আর নয়
আর হতে দেব না
সমাজের এই অবক্ষয়

আমাকে একটি রাইফেল দিন
আমি কলম ছেড়ে আজ তুলে নেবো রাইফেল।

আইন নিজের হাতে তুলে নেবেন?

আইন?
কিসের আইন?
কোথায় আইন?
আপনাদের এ আইন আমি মানি না
হিংস্র পশু মারতে কিসের আইন?

মানুষ হত্যা মহা-পাপ জানি
আমি মানুষ মারবো না
আমি মারবো হিংস্র পশুদের
যে আইনে আমরা মেরেছিলাম উনিশ’শ একাত্তরে
বর্বর হিংস্র পশুদের।

আমাকে একটি রাইফেল দিন
অথবা মেসিনগান দিন
না হলে অন্তত একটা পিস্তল দিন।

যদি না দেন,
তাহলে আমাদের যা কিছু আছে
তাই নিয়ে আমরা সরিয়ে দেবো
সমাজের এই জঞ্জাল
সরিয়ে দেবো বাংলার এই ঘৃণিত লজ্জিত অধ্যায়
শিশুদের করবো প্রাঞ্জল
দ্বীপ্ত দৃঢ়তায় থাকবো শিশু-কিশোরীর প্রহরায়
বাঙালির এ শক্তি বাঙালির অহংকার
পৃথিবীর কাছে এ আমাদের অঙ্গীকার।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০২-২০১৯ | ১১:৪৮ |

    দূর্দান্ত এবং অসাধারণ একটি লিখা। অভিনন্দন মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০২-০২-২০১৯ | ১২:১৮ |

    এক্সপেরিয়েন্সড এক্সপেরিমেন্ট ইলহাম ব্রাদার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০২-০২-২০১৯ | ১৯:৩৬ |

    দারুণ সাহসী কবিতা প্রিয় কবি ইলহাম দা।  

    GD Star Rating
    loading...
  4. সাজিয়া আফরিন : ০২-০২-২০১৯ | ১৯:৫৬ |

    শিশুটির – আর্তনাদ – চিৎকার – হাহাকার
    বাতাস বয়ে নিয়ে গেছে আকাশে – পাহাড়ে – সমুদ্রে – সবুজে ঘেরা অরণ্যে!! Frown

    GD Star Rating
    loading...
  5. শাকিলা তুবা : ০২-০২-২০১৯ | ২০:৩০ |

    আপনার জন্য শুভকামনা কবি ইলহাম।

    GD Star Rating
    loading...
  6. সুমন আহমেদ : ০২-০২-২০১৯ | ২০:৪৭ |

    অসাধারণ অসাধারণ। সময়ের সাহসী মানুষ ইলহাম ভাই শুভেচ্ছা জানবেন।

    GD Star Rating
    loading...