যাকাত

যাকাত

বন্ধু আমার সোলাইমান
বল্লো আমি মুসলমান
যাকাত আমায় দিতে হবে
ইসলাম আমার সঙ্গী হবে।

সঙ্গে আমায় নিয়ে যায়
বলে দেখো ডানে বাঁয়
মসজিদেরই ভেতর এসে
তাকিয়েছে আশে পাশে।

অনেকক্ষণ অপেক্ষার পর
ঢুকে গেলেন এক হুজুর
বন্ধু আমার সালাম দিলো
কেমন আছেন জানতে চাইলো।

জবাব দিয়ে জানতে চায়
আপনার সাথে হ্যায় কেডায়?
বন্ধু আবার জানতে চাইল
যাকাত এবার কতো হলো?

ফেকাহ সাহেব বল্লেন হেসে
কত আছে বছর শেষে?
একশ পঁচিশ মিলিয়ন ডলার
আছে এই বছর,
কতযে টাকা যাকাত হবার
বলুন সেই খবর?

মাসলা দিলেন ফেকাহ সাহেব
আড়াই পার্সেন্ট করতে হিসেব,
নিয়ম অনুসারে তবে
আড়াই পার্সেন্ট হারে
পঁচিশ কোটি টাকা হয়তো
যাকাত হতে পারে।

বন্ধুর মুখ শুঁকিয়ে গেল
এত টাকা জলে গেল?
কিযে বলে গেলেন হুজুর!
হয়ে যাব ফতু্‌র,
ইনকাম আমার ছহি হালাল
নেইযে কোনও চতুর।

ভালো ফতুয়া বাতলে দিন
নইলে হয়ে যাব বিলীন,
ফেকাহ সাহেব একটু হাসলেন
বল্লেন থাকতে খুশি,
যাকাত বিধান নেই যদি ঋণ
কর্য থাকে বেশি।

জলদি যদি আপনি পারেন
ব্যাঙ্কের থেকে কর্য নিবেন,
ঋণ নেবেন অবশ্যি
হাজার কোটির একটু বেশি
যাকাত তবে হবে যে মাফ
থাকতে হবে পাক সাফ।

রমযান মাসের শেষ হয় যখন
কর্য ফেরত দেবেন তখন
হাত যখন মেলাচ্ছিল
মোটা একটা খাম ছিল
হাদিয়াটা মন্দ নয়
হিসাব যখন এমন হয়।

আমি কখনও ছড়া লিখিনি।
আজ প্রথম লিখলাম তবে মনে হচ্ছে একটা খিচুড়ি হয়ে গেছে।
স্বরবৃত্তঃ
৭+৭ / ৮+৮ (প্রথম ৪ স্তবক)
৮+৮ / ১৪+১৪ (শেষ ৬ স্তবক)

সবাইকেও হাসালাম আমিও হাস্যকর হলাম।
মাঝে মধ্যে হাস্যকর হতে ভালই লাগে। Smile

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৭ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০১-২০১৯ | ১২:২৬ |

    ছড়া পদ্যের প্রয়াস কিন্তু আমার কাছে দারুণ লেগেছে মি. ইলহাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • ইলহাম : ২৭-০১-২০১৯ | ২০:০০ |

      ধন্যবাদ প্রিয় মুরুব্বী https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৭-০১-২০১৯ | ১৫:০৯ |

    অসাধারণ হয়েছে কবি ইলহাম ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. ইলহাম : ২৭-০১-২০১৯ | ২০:০১ |

     আন্তরিক ভালোবাসা প্রিয় কবি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  4. ইলহাম : ২৭-০১-২০১৯ | ২০:৩২ |

    আমি এই ছড়ায় শ্রী শংকর দেবনাথ বাবু এর কাছ থেকে মন্তব্য প্রত্যাশা করছি।

    আমি সমালোচনা-মূলক মন্তব্যকারীকে আমার গুরুজন এবং শিক্ষক এর মর্যাদায় আসন দিয়ে থাকি।

    এটা যে ছন্দে লেখা হয়েছে তা ৪ মাত্রার চালে চলে এবং দম নেয়ার জন্য ভাংগা পর্ব রাখতে হয় – যা আমি রাখি নি। 

    আবার পর্ব বিভাজনে ৭ মাত্রার লাইন কে ৪+৩ করা গেলেও কোনও লাইনে গিয়ে  শব্দ  ভাঙতে হচ্ছে।

    একই স্তবকে ৭ এবং ৮ উভয় মাত্রা আছে – তবে ৮ মাত্রাকে ৪+৪ পর্বে ভাঙা যাচ্ছে।

    একই ছড়ায় ৭,  ৮,    এবং ১৪ মাত্রার লাইন আছে – এটাকে কি ভাবে দেখছেন!

     

    কিছু কিছু ১৪ মাত্রা ৮+৬ এর পর্ব বিভাজন করা যেচ্ছে।

    কিছু কিছু ১৪ মাত্রা ৬+৮ এ পর্ব বিভাজন করেছি।

    যেমন

    ঋণ নেবেন অবশ্যি =৬
    হাজার কোটির একটু বেশি = ৮

    কিছু কিছু ১৪ মাত্রা ৭+৭ এ পর্ব বিভাজন করেছি

    যেমন

    হাত যখন মেলাচ্ছিল = ৭

    মোটা একটা খাম ছিল = ৭

    হাদিয়াটা মন্দ নয় = ৭

    হিসাব যখন এমন হয় = ৭

     

    অর্থাৎ একই ছড়া   বিভিন্ন মাত্রা এবং পর্বের বিভাজনও ভিন্ন ভিন্ন।

    শ্রী শংকর দেবনাথ বাবু এর কাছ থেকে মন্তব্য চাই হোক তা নেগেটিভ বা সমালোচনা-মূলক।

    আপনার ছড়া দাদুর ক্লাসে বেশ কিছু শিখেছি।

    এখানে আপনার মন্তব্য পেলে আপনার কাছ থেকে যা শিখেছি তার পুর্ণতা হয়তো পাব বলে আমি আশাবাদী।

     

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২৭-০১-২০১৯ | ২০:৪০ |

    বাব্বাহ কবি ইলহাম দা। আজ আপনি যথেষ্ঠ সুন্দর তো লিখেছেন বটে তারপরও মন্তব্যের উত্তরও অনেক বুদ্ধিদীপ্ত এবং জ্ঞান গর্ভ দিয়েছেন। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  6. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৮-০১-২০১৯ | ৩:২৫ |

    * চমৎকার প্রিয় কবি, ইলহাম ভাই… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...