মা তোমাকে আজও খুঁজি
তুমি কি হাস্যোজ্জ্বল পঁচিশোর্ধ কোনও মহিলা
যার এক বছরের একটি শিশু রয়েছে?
নাকি তুমি ত্রিশ বছরের কোনও এক রাহিলা
যাঁর কেজি টুতে পড়ুয়া একটি সন্তান রয়েছে?
তুমি কি পঞ্চাশোর্ধ কোনও
কাঁচাপাকা চুলের মোটা ফ্রেমের চশমা পরিহিতা?
নাকি তুমি ষাট-উর্ধ্ব কোনও
বৃদ্ধা যিনি নাতির দুষ্টুমির খেলায় পরাজিতা?
তুমি কি বলতে পারো, মা-সন্তানের সম্পর্ক কেমন হয়?
বন্ধুর মতো? বান্ধবীর মতো?
নাকি রাগী ভয়ঙ্করের মতো?
নাকি সে আজীবন নিঃস্বার্থ নিরন্তর ভালবেসেই যায়?
মা যখন সন্তানের ভালবাসায় অন্ধ
কেমন সে ভালবাসার মাত্রা ও ছন্দ?
কেমন সে মমতার গড়ন এবং ধরন?
মা’এর অকাল মৃত্যুতে পায় নি যে সন্তান এ নিখাঁদ ভালোবাসা
সে কি কখনো বুঝবে ভালোবাসা কাকে বলে?
তাকে ভালোবেসে যে মেয়েটি দীর্ঘদিন পথ চেয়ে আছে
সে কি মেয়েটিকে কাছে টেনে নেবে বুকে তুলে?
বন্ধুর বাড়িতে কিংবা কোনও গাড়ীতে
রিক্সায়, রাস্তায় কিংবা কোনও গলিতে
শপিং-মল, হোটেল বা কোনও অনুষ্ঠানে
ভিডিও, সিনেমা বা হারানো দিনের গানে
দুপুর, সন্ধ্যা অথবা প্রভাতে
লোকালয়, অফিস বা আদালতে
কোনও বয়ষ্ক মহিলাকে দেখলে
কেন আমার হৃদয় কেঁপে কেঁপে দোলে?
যদি চোখ পড়ে যায় চোখে
কেন ভেতরটা ওঠে আঁতকে?
তুমি কি বলতে পারো, মায়ের আদরে কী করে ঘুম আসে?
তুমি কি বলতে পারো, মায়ের জন্যে কি করে কান্না আসে?
তুমি কি বলবে আমায়, মায়ের আঁচল মানে কি?
তুমি কি বলবে আমায়, মা’ ডাকে কেমন শান্তি?
মা’ কাঁদলে আসে কি বুকে কোনও অশান্তি?
বুকে জড়িয়ে ধরলে বুক শীতল হয় নাকি?
loading...
loading...
"দুপুর, সন্ধ্যা অথবা প্রভাতে
লোকালয়, অফিস বা আদালতে
কোনও বয়ষ্ক মহিলাকে দেখলে
কেন আমার হৃদয় কেঁপে কেঁপে দোলে?"
—-অনেকেরই এমন হয় !
loading...
আমরা জারা মা হারা, তারা নিত্য মাকে খুঁজি,,, পাই না কোথাও পথে ঘাটে আকাশ নীলে,চোখের জলে মায়ের আত্মার শান্তি খুঁজি,,,,,,,,,,,
loading...
অসাধারণ একটি লিখা উপহার মি. ইলহাম। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য।
loading...
নাকি তুমি ত্রিশ বছরের কোনও এক রাহিলা
যাঁর কেজি টুতে পড়ুয়া একটি সন্তান রয়েছে? রাহিলা শব্দটির অর্থ কি কবি?
কবিতায় ভালোলাগা ও ভালোবাসা রইলো কবি ইলহাম
loading...
যেই মাকে ছাড়া একটা রাতও ঘুমাতে পারিনি । সেই মাকে আজ শত খুঁজেও পাওয়া যায় না। মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার।
loading...
মা। পৃথিবীতে যার কোন বিকল্প নেই।
loading...
অভাবনীয় সুন্দর ইলহাম দা।
loading...
মা’ কাঁদলে আসে কি বুকে কোনও অশান্তি?
বুকে জড়িয়ে ধরলে বুক শীতল হয় নাকি?
আসে এবং হয় ইলহাম ভাই। আপনার প্রতিটি কবিতা অনেক সুন্দর এবং মিনিং ফুল। গ্রেট।
loading...
তুমি কি বলতে পারো, মায়ের আদরে কী করে ঘুম আসে?
তুমি কি বলতে পারো, মায়ের জন্যে কি করে কান্না আসে?
* প্রিয় কবি ইলহাম ভাই, অভিভূত…
loading...