যে সময় বয়ে যায় তা আসে কোথা হতে
কোথায় সে যায়
চলে গেছি বহুদুর আমি তা খুজতে খুজতে
সময় চলে যায়!
সময় হয়তো আছে পৃথিবীতে
যদি সে থাকে-থাকুক
আমাদের কি আসে যায়!
দেখেছিলাম সময়-তো বয়ে চলে যায় না!
দেখেছিলাম সে আছে স্থবির হয়ে
সেই কবে থেকে কেউ জানেনা
থাকনা সে স্থবির হয়ে
তার মাঝে। কেন আমরা তাকে
টেনে এনে ভাগ করলাম চব্বিশটা ভাগে?
অতঃপর একটা ঘড়ির ভেতর আটকে
কেন বন্দী করতে চাই তাকে?
পৃথিবীর আহ্নিক গতি দিন কে করে রাত
আর বার্ষিক গতি মাস কে করে বছর
তাতে সময়ের কি আসে যায়?
কেন আবার তাকে ষাট দিয়ে ভাগ
করে বানাই ঘন্টা,মিনিট বা সেকেন্ডের ঝাঁক?
সেকেন্ড মিনিট ঘন্টা চলে যাকনা!
মাস বছর যুগ চলে যেতে থাকনা!
ঘুরুক পৃথিবী নিজে কিংবা তার কক্ষপথে
ঘুরুক সুর্য নিজে কিংবা সবার সাথে
তাতে সময়ের কি আসে যায়
সময় কি তাতে বয়ে চলে যায়?
যেখানে সুর্য নেই -ঘড়ি নেই
চব্বিশ কিংবা ষাট ভাগ নেই
মহাশুন্য ছাড়িয়ে যেখানে আলো নেই
দিন-রাত মাস-বছর কিংবা কল্পনা-চেতনা নেই
সময় কি সেখানে নেই?
সময় বলে যদি কিছু থাকে-থাকুকনা ঠায় দাঁড়িয়ে
যার নিজের অস্তিত্ব নেই সে কি করে যাবে ফুড়িয়ে?
পরিবর্তন হয় সাগরের, পাহাড়ের আর সভ্যতার
ছন্দ আসে শহরের, জীবনের আর বিলাসিতার
জীবন আসে জীবন চলে যায়
তাতে সময়ের কি আসে যায়?
সময় যদি গিয়ে মিশে থাকে কালে
আর কাল যদি মিশে থাকে মহাকালে
তাহলে বিগব্যাং কিংবা মহাকালের আগে
সেই যে সময় শুরু হওয়ার আগে থেকে
যে সময়-শুন্যতা চলে এসেছিলো
সে সময়-শুন্যতা কত সময় ধরে ছি্লো?
সময় বলে যদি কিছু থাকে- থাকনা
কেন তাকে টেনে এনে বাধিয়েছি তালগোল
সময় যদি বয়েই যায়-যাকনা
কেন মানুষের আয়ুর হিসেব কষে করছি হট্টগোল?
loading...
loading...
অসাধারণ অনুভূতির প্রকাশ কবি দা
loading...
ধন্যবাদ প্রিয় কবি


loading...
সময়ের অসংখ্য প্রশ্নের উত্তর অথবা সম্ভাব্য বিবেচনা, সময় সময়কেই নিয়ে আসে মি. ইলহাম। যুক্তির বিচারে সময় চলে না; সময় চলে সময়ের যুক্তিতে।
অল দ্য ভেরি বেস্ট ম্যান।
loading...
যুক্তির বিচারে সময় চলে না; সময় চলে সময়ের যুক্তিতে
সঠিক বলেছেন প্রিয় মুরুব্বী
এটা আমার নিজস্ব ভাবনা!
বিভিন্ন জনের কাছে এ ভাবনা বিভিন্ন হবে এটাই স্বভাবিক!
loading...
loading...
বিজ্ঞানিরা যদি কেউ সময় ফিরিয়ে পারে তাইলে তস্রে আমি নগদ দুই টাকা দিতাম, দেখেন এমন কাওকে পাওয়া যায় কিনা।
loading...
প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম! মোবাইলে দেখলাম আমার প্রাণ প্রিয় ভাই-বোনরা মন্তব্য করেছেন আর মন্তব্য প্রদানকারীদের অনুপ্রেরণাই আমার লেখার শক্তি তাই প্রতি উত্তর দিয়ে তাঁদের সম্মান দেয়াটা আমার দায়িত্ব। উঠে এলাম আবার ল্যাপটপে।
প্রিয় খালিদ ভাই, পারফেক্ট প্রশ্ন করেছেন।
কোনও বিজ্ঞানীই সময় ফিরিয়ে দিতে পারবে বলে মনে হয় না।
ব্যাস্ততার মাঝে মন্তব্য দিয়ে সাথে থাকার জন্য আন্তরিক ভালোবাসা জানবেন


loading...
সময়কে সব সময়' সময় প্রশ্নে বেঁধে রাখা জটিল একটি কাজ ইলহাম ভাই।
loading...
জ্বী, একদম সঠিক বলেছেন প্রিয় কবি।
আসলেই এটা জটিল কাজ!
অনেক শুভকানা প্রিয় কবি


loading...
আপনার উপস্থাপনা; আমি লক্ষ্য করেছি কেন জানি না সব সময়ই অসাধারণ লাগে।
loading...
প্রিয় কবি দি! আপনার আন্তরিক মন্তব্যে সত্যি আমি শুরু থেকেই অনুপ্রাণিত!
এ ভাবেই পাশে থাকবেন আমি আশাবাদী!
আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি


loading...
ভালো লাগলো
loading...
আন্তরিক মন্তব্যে আমি অনুপ্রাণিত প্রিয় কবি


loading...
সময়ের ভালো ব্যবচ্ছেদ ঘটিয়েছেন।
loading...
ভালোলাগা জানবেন প্রিয় কবি!
শুভেচ্ছা ও শুভকামনা সব সময়


loading...
সময়!
সময় কোথায়?
কোথা থেকে আসে
কোথা চলে যায়?
সময়'কে কে বেধেছে সময় খাঁচায়?
ভালোলাগা রেখে গেলাম সময়ে, সময় করে, সময় ঘরে।
loading...
ব্যাস্ততার মাঝে সময় করে আপনার মন্তব্যে আমি অভিভূত!
আপনার ভালোবাসার কবিতা যে্মন মিষ্টি আপনার মন্তব্য তেমন মিষ্টি!
ভালোবাসা জানবেন প্রিয় কবি যাযাবর ভাই


loading...
চলে গেছি বহুদুর আমি তা খুজতে খুজতে
সময় চলে যায়!
* সুপ্রিয় কবি ইলহাম ভাই, এইতো পেয়ে গেলেন অনন্ত পথের সন্ধান। যে পথে আমরা হেঁটে চলছি নিরন্তর। শুভ কামনা সবসময়।
loading...
"এইতো পেয়ে গেলেন অনন্ত পথের সন্ধান। যে পথে আমরা হেঁটে চলছি"
দারুণ বলেছেন প্রিয় কবি দিলওয়ার ভাই!
আন্তরিক ভালোবাসা জানিয়ে গেলাম

loading...
খুব সুন্দর
loading...
আন্তরিক শুভেচ্ছা নিন প্রিয় কবি!


loading...