
চম্পাকলি
পহেলা বৈশাখের বৈকালে
হামি এনা ছাদোত উটিছুনু চম্পাকলিক দেকপা
উটে দ্যাখো কি চম্পাকলি
হামার আগেই ওরগে ছাদোত উটে
হলদি শারী গাওত দিয়ে দ্যারে এছে
হামি অর মুখোত চায়ে আছি
উঁও হামার মুখোত চায়ে আছে
খানিক বাদে ঝড় উটলো বুজা পারিছিন?
দেওয়া আন্দার হলো
বিষ্টি নামবা লাগলো
হামিও ভেজোছি
উঁও ভেজোছে
হামি অক দ্যাকোছি
উঁও হামাক দ্যাকোছে
বিষ্টি থামলো
ওদ উটলো
হামাগের গাও ওদে শুকে গ্যালো
সোন্দা হয়ে গ্যালো
চম্পাকলি নামবে গ্যালো
হামিও নামবে ঘরোত আনু
হামার বাপ অ্যসে কোলো,
কিরে কোটে গেছুলু?
হামি কনু এনা ছাদোত গেছুনু
বাপ আগ হয়ে কোলো,
দিন তামান ওল্লাই করবু না পড়াশুনা করবু রে চ্যংরা?
পরদিন খবর পানু চম্পাকলির জর অ্যছে
ম্যাডিক্যালে ভর্তি হছে
হামি দেকপা যায়ে কপালত হাত দিনু
যেসসে গরম লয় বাপু
চম্পাকলি হামার হাত চিপে ধরে কোলো,
হামি ভালো হলে হামরা নিকা করে ফেলমো, কি কছিন?
হামি কনু, হয় হয়, নিকা করে
তোমাক লগাও বেরবা লে যামু
সকোন আত বারোটা কি অ্যকটা হোবে বুজা পারিছিন?
হামি শুতে আছুনু হামার ঘরোত
অ্যাডা ফোন অ্যালো
চম্পাকলি মোছে,উঁই অ্যার ব্যাচে নাই
অচমভিতি কুতপাহিনি বুকের ভিতর
অ্যাডা ব্যাঁদনা শুরু হোলো
সে ব্যাঁদনাত চোখোত পানি জমে উটলো
হামি কতা কবা চাছি
কিন্তুক হামি আও করা পাছি না
হামি খাটোত শুতে পন্নু
বাপোরে হামার আর লগাও যাওয়া হলো না।
loading...
loading...
* সব কথা না বুঝতে পারলেও এতটুকু বুঝেছি পরিণতি বিষাদময় হয়েছে।
সার্থক কবিতা। শুভ কামনা কবির জন্যে…
loading...
এভাবেই পাশে থেকে প্রেরণা চাই প্রিয় কবি দিলওয়ার হুসাইন

loading...
বাংলাতেই বলি। তবু দেশের প্রত্যেক জেলায় তার নিজস্ব ভাব প্রকাশ আছে। যেটাকে আমরা বলতে পারি আঞ্চলিকতা। আমি স্বয়ং উত্তরবঙ্গের মানুষ হলেও আমার নিজ জেলার ভাষাও আমার বলতে যতটা না কষ্ট হয়; লিখতে গেলে তারচেয়ে পড়ি বড় বিপদে। অসাধ্য মনে হয়। মিশ্রণ ঘটে যায়। লাগাতরই ঘটে।
আপনি বোধকরি সেই অসাধ্যকেই সাধ্য করে ফেললেন কবিতায়। শুভেচ্ছা মি. ইলহাম।
loading...
"আপনি বোধকরি সেই অসাধ্যকেই সাধ্য করে ফেললেন কবিতায়"
প্রিয় মুরুব্বী, আপনার আন্তরিক মন্তব্যে আমি অভিভুত! কিন্তু আমি নিতান্তই নগন্য একজন কিছু লেখালিখি শিখতে চেষ্টা করছি।
আপনার মন্তব্যের যোগ্য যেনো হতে পারি তার দোয়া প্রার্থী।
loading...
দারুণ অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল
loading...
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি আপনার আন্তরিক মন্তব্য দিয়ে প্রেরণা দেয়ার জন্য




loading...
আমি অনেকটাই বুঝে নিয়েছি ইলহাম দা। স্যাড ইন্টারেস্টিং কবিতা।
loading...
"আমি অনেকটাই বুঝে নিয়েছি"
প্রিয় কবি দি, সত্যই আপনাকে গুণী হিসেবে মেনে নিচ্ছি!
অনেক শুভেচ্ছা প্রিয় দিদি মনি




loading...
আপনি সত্যই উদার মনের মানুষ দাদা। যে অন্যকে সম্মান দিতে জানে সে যেন নিজেকেও সম্মানিত করলো। পুনঃ ধন্যবাদ।
loading...
প্রাণ খুলে হাসলাম আজ। অনেকদিন আগের কথা। রাজশাহীর গম্ভীরা, রংপুরের ভাওয়াইয়া, আর বগুড়ার একটি ক্লাব মনে হয় ইূ্যূথ কয়্যার এর অনুষ্ঠান প্রচারিত হতো বিটিভিতে। সবচেয়ে বেশী আকর্ষণীয় লাগতো বগুড়ার ভাষা। আপনার কবিতায় মনে হলো ওখানকার ভাষাই ব্যবহার করেছেন। সুন্দর।
loading...
প্রিয় কবি আপনি প্রাণ খুলে হেসেছেন আমার কবিটি পড়ে – এ আমার অনেক বড় প্রাপ্তি!
আমিও বগুড়ার ইউথ কয়্যারে অনেক প্রোগ্রাম বিটিভি তে দেখেছি- বেশ ভালো লাগতো এবং হাসতামও বটে!
অনেক শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি!




loading...
বাংলাদেশের নওগাঁর আঞ্চলিক ভাষা সত্যিই মুগ্ধ করলো।
loading...
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী




loading...