হুমায়ুন আহমেদ দুই বাংলার জনপ্রিয় ব্যক্তিত্ব। বাংলা কথা সাহিত্যে তিনি এক উজ্জ্বল নক্ষত্র তা বলার অপেক্ষা রাখেনা। আজ তাঁর কিছু উক্তি/বাণী এখানে তুলে ধরছি যদিও অধিকাংশ পাঠক এগুলো জানেন তবুও মুলত আমার সংগ্রহে রাখার জন্যই শেয়ার করছি। আশা করি অনেকেরই ভালো লেগে থাকবে:
১. ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না। যা জাগে তা হল সহানুভূতি।
২. একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।
৩. মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা বিষয় নিয়ে মাতামাতি করা।
৪. দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না।
৫. এই পৃথিবীতে প্রায় সবাই, তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে।
৬. মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে অত্যাধিক সাহস অন্যটি গোয়ার্তমি।
৭. যে মানুষ নিঃশব্দে হাসে তার বিষয়ে খুব সাবধান, দুই ধরণের মানুষ নিঃশব্দে হাসে – অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্নশ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ।
৮. দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়, আর সেই মায়া থেকে জন্মায় ভালোবাসা।
৯. বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কাউকে ঠকাতে জানে না।
১০. ভালো মানুষের রাগ থাকে বেশী। যারা মিচকা শয়তান তারা রাগে না। পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে।
১১. মেয়েরা এমনিতেই সন্দেহ বাতিকগ্রস্ত হয়। পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেক গুনে বেড়ে যায়।
১২. সব গ্রেটম্যানরাই কোনো না কোনো সময় বাড়ী থেকে পালিয়েছেন। একমাত্র ব্যাতিক্রম রবি ঠাকুর।
১৩. মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করে।
……/হুমায়ুন আহমেদ।
loading...
loading...
হুমায়ুন আহমেদ এর লিখায় কী অসাধারণ বাস্তবতা থাকে; একমাত্র সজ্জন পাঠক মাত্রই অনুভব করেন সেটা। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ মি. ইলহাম।
loading...
কৃতজ্ঞতা জানবেন প্রিয় শ্রদ্ধাষ্পদেষু।
loading...
মনোলোভা পোস্ট। সংগ্রহ করে রেখে দিলাম।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়ভাজন!
loading...
ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না। যা জাগে তা হল সহানুভূতি।
*


loading...
বিশেষ কৃতজ্ঞতা প্রিয় কবি দিলওয়ার ভাই কে




loading...