কবিতা! এখন তুমি কার?

কবিতা! এখন তুমি কার?

কবিতা! কেমন আছো তুমি?
কবিতা! এখন তুমি কার?

কতো দিন আমি খুঁজেছি তোমায়
শীতের ভোরে গভীর কুয়াশায়
নতুন আউশের টাটকা পিঠার
মিষ্টি সৌরভে খুঁজেছি তোমায়!

অলস দুপুরে ছোট্ট পুকুরের
পাড়ে বসে বসে গভীর মগ্নতায়
হারিয়ে গিয়ে খুঁজেছি তোমায়
মাছরাঙার মাছ ধরার শব্দে ভেঙ্গেছে চেতনা, হঠাৎ।

বর্ষণমুখর সন্ধ্যা গুলোতে
রজনীগন্ধা ফোঁটার মুহূর্ত গুলোতে
খুঁজেছি তোমায়!

বসন্তের কৃষ্ণচূড়ার সারিতে
বাসন্তী রঙের ফুলের মেলাতে
আকাশের গভীর নীলিমায়
গোধূলির তামাটে ধূসরতায়
ধুলো পড়া পুরনো ডাইরির পাতায়
মাঝ রাতে সিগারেট হাতে গভীর চিন্তার মগ্নতায়
শুধুই খুঁজেছি তোমায়!

কবিতা – তুমি কি বর্ষার নদী দেখেছো?
তুমি কি দেখেছো বৃষ্টিরা কিভাবে
নদীর বুকে মাথা লুকায়?
তুমি কি দেখেছো তখন চারিধারে
কেমন শব্দের ছন্দে মুখরিত হয়?

কবিতা – এখন তুমি কার?
কবিতা – এখন তোমার বয়স কতো?
তুমি কি চিরযৌবনা? চির অমর?
নাকি সুনীল গাঙ্গের ৩৩ বছর?

তুমি কি শেলির অজিমান্ডিয়াস?
নাকি তুমি মিল্টনের প্যারাডাইজ?

তুমি কি ভ্যালেরিয়ার কাছে
তলস্তয়ের ভালোবাসার পত্র?
নাকি তুমি রুদ্রের মানুষের মানচিত্র!

তুমি কি জীবনানন্দের বনলতা?
নাকি শামসুর রহমানের স্বাধীনতা!

তুমি কি সেক্সপিয়ারের এ লাভারস কমপ্লিয়ান্ট?
না কি তুমি টি এস ইলিওটের দ্যা ওয়েস্টল্যান্ড!

তুমি কি শেষের কবিতা, রবীন্দ্রনাথের?
তবে তুমি কি অগ্নিবীণা, নজরুলের?
নাকি তুমি পারে লয়ে যাও আমায়, ফকির লালনের!

তুমি কি এমিলির
উইদিন দাট লিটিল হাইভি?
নাকি তুমি রুমির মাছনাভি!

তুমি কি হোমারের অডেছি?
নাকি জন কিটসের অন দ্যা সী!

তুমি কি ওমর খৈয়ামের রুবাইয়াৎ?
নাকি তুমি ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল বালাদ!

কবিতা! এখন তুমি কার?
হয়তো তুমি নয় কারোর
কিংবা সকল কবিতা প্রেমিকের
এবং অনাগত কবি লেখকের!
__________________________

www.youtube.com/watch?v=VedRtX_ntt4

আবৃত্তিকার : রাহিম আজিমুল।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৯ টি মন্তব্য (লেখকের ৪টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-০৬-২০১৮ | ২০:২৮ |

    চমৎকার হয়েছে নিঃসন্দেহে। তবে পোস্ট বডিতে কবিতার অংশখানি প্রকাশ পেলে পাঠক আরও সুখি হতেন। অভিনন্দন মি. ইলহাম। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ইলহাম : ২৩-০৬-২০১৮ | ২১:০৩ |

    আসলে আমি ২০১৩ এর পর আর ব্লগে লিখিনি তাই অনেক কিছু ভুলে গিয়েছি। ইউজার ফ্রেন্ডলি হতে কয়েকটা দিন সময় লাগবে। একজনের লেখায় ৫ ষ্টার দিতে গিয়ে ১টা ষ্টার দিয়ে ফেলেছিলাম গতো পরশু দিন। এখন ঠিক হয়েছে।

    আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সহযোগীতা করার জন্য।

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ২৩-০৬-২০১৮ | ২১:২৫ |

      এইবার আপনার পোস্ট ঠিক আছে। আমি জানি আপনার ব্যাপারটি। সো ডোন্ট উয়োরি। নিয়মিত থাকুন … সব কিছুই মনে চলে আসবে। আমরা তো আছিই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

      GD Star Rating
      loading...
      • ইলহাম : ২৪-০৬-২০১৮ | ২৩:৩১ |

        আপনাকে সেলুট প্রিয় আজাদ ভাই!!!

        GD Star Rating
        loading...
      • মুরুব্বী : ২৪-০৬-২০১৮ | ২৩:৪৫ |

        Smile Smile ধন্যবাদ স্যার।

        GD Star Rating
        loading...
  3. রিয়া রিয়া : ২৩-০৬-২০১৮ | ২১:৩৬ |

    কবিতা এবং কবিতার আবৃতি অসাধারণ হয়েছে। শুভেচ্ছা রাখলাম ইলহাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
    • ইলহাম : ২৪-০৬-২০১৮ | ২৩:৩৪ |

      আপনার কাছে গতোকাল একটি ম্যাসেজ পাঠাতে চেয়েও পারি নি। সেটা হচ্ছে আপনার একটা লেখা আমার এতো ভালো লেগেছিলো যে আমি চেয়েছিলাম ৫ ষ্টার দিতে কিন্তু দিয়ে ফেলেছি ১ ষ্টার কারণ দীর্ঘদিন ব্লগে না থাকায় আবার সব নতুন করে রপ্ত করে নিতে হচ্ছে।

      GD Star Rating
      loading...
  4. আলমগীর সরকার লিটন : ২৪-০৬-২০১৮ | ১১:০২ |

    কবিতা এখ চিৎকার করে বলছে কবিতা এখন কবির

    অনেক শুভেচ্ছা নিবেন কবি দা—————-

    GD Star Rating
    loading...
  5. ইলহাম : ২৪-০৬-২০১৮ | ২৩:৩৫ |

    সূপ্রিয় আলমগীর ভাই। আপনি সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন। আপনাকে ফুলেল শুভেচ্ছা নিরন্তর!!! কবিতা তো অবশ্যই কবিদের কারণ এই কবিতাটি লিখার সময় এটা আমার মাথায় ছিলো যে, ” সব কবিতা-প্রেমিকরা কবি নয় কিন্তু সব কবিই কবিতা প্রেমিক”https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...