একদিন দেখতে পাবে
ঘোর অন্ধকারে তুমি হাঁটছো
তোমার ছায়া তোমাকে এড়িয়ে
অদ্ভুত একাকীত্বে তুমি
সেদিন আমি
জোনাকি হয়ে তোমায় ছোঁয়ে যাবো।
একদিন শুনতে পাবে
বেলা শেষে তুমি তোমার আর্তনাদ
চোখের জল তোমাকে পাশ কাটিয়ে
এক হরর সময়ে তুমি
সেদিন আমি
রবীন্দ্রনাথের সুর হয়ে তোমার কর্ণকুহরের মূর্চ্ছনা তুলবো।
একদিন জানতে পাবে
নির্জনে যখন তুমি তোমার অনুভূতিতে
কল্পনারাও হযবরল তোমার নিকটে
নির্ঘুমে নিশাচর তুমি
সেদিন আমি
এক খন্ড মেঘ হয়ে তোমার হৃদয় আকাশে ভেসে বেড়াবো।
ঐদিন বর্ষার গগণ হবে তোমার অন্তর
নয়নে ভাসবে উজানের বান
অতঃপর
ভালবাসার বাঁধ সৃষ্টিতে তুমি হবে ব্যকুল
আমিও বেদনার পাল তুলে যন্ত্রণার মাঝি হবো,
অবশেষে নামহীন, স্বীকার বিহীন একটি সম্পর্কের মৃত্যু ঘটবে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
আক্ষেপ,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভালবাসার বাঁধ সৃষ্টিতে তুমি হবে ব্যকুল
আমিও বেদনার পাল তুলে যন্ত্রণার মাঝি হবো,
অবশেষে নামহীন, স্বীকার বিহীন একটি সম্পর্কের মৃত্যু ঘটবে।
loading...
চমৎকার প্রকাশ ।
loading...