আপন ভাবি

41692023

আপন ভাবি
আপন ভেবে পাশে চলি
আপন আপন করে সব কথা বলি
সীমারের মত তীর ছুঁড়ে আপন যাদের মানি।

পথে পথে কতজনের দেখা
কত-শত হিসেব কষে আপন হলো যারা
মুখে মুখে আপন তাদের, অন্তরে বিষ ভরা
আপন হতে পারে কয়জন স্বার্থ ছাড়া!

আপন আপন করে আপন হতে গিয়ে
উষ্ঠা খেলাম বারংবার আপন পায়ে,
বহুপথ পাড়ি দিলাম আপন সাথে নিয়ে
মাঝপথে বুঝ এলো, আপন কেউ নারে।

আপনের মাঝে আপন খুঁজি
আপন কেউ না,
আপন কারা! আপন তারা যাদের আছে বেশি
আপন হতে পয়সা লাগে
পয়সা ছাড়া স্বার্থ লাগে,
অর্থ দিয়ে আপন হবে, ক্ষণিক মায়ার ঘাটে।

সময়ের, ফুরসতে যখন সর্বহারা
আপন তখন স্বার্থ নিয়ে চলে যাবে, তুমি দিশেহারা,
বেসামাল উন্মাদ যখন তুমি নীড়ের খোঁজে
তোমার আপন কেউ না তখন তুমি বিনে।

আপন পথে সফল হও,
সফল হলে আপন হবে জনে জনে,
আপন মনে শান্তি ভেঙে
স্বার্থপরতার ঢাল চুরমার করে
হিংসুটে মনে মানবতার প্রদীপ জ্বালিয়ে দাও।

১৮ঃ৪০
১০/০৩/২০২১ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ১০-০৪-২০২১ | ১৮:৩৩ |

    শ্রুতিমধুর  লেখা

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ১০-০৪-২০২১ | ২০:৫৬ |

    লিখা এবং প্রচ্ছদ ছবি …. সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...