আপন ভাবি
আপন ভেবে পাশে চলি
আপন আপন করে সব কথা বলি
সীমারের মত তীর ছুঁড়ে আপন যাদের মানি।
পথে পথে কতজনের দেখা
কত-শত হিসেব কষে আপন হলো যারা
মুখে মুখে আপন তাদের, অন্তরে বিষ ভরা
আপন হতে পারে কয়জন স্বার্থ ছাড়া!
আপন আপন করে আপন হতে গিয়ে
উষ্ঠা খেলাম বারংবার আপন পায়ে,
বহুপথ পাড়ি দিলাম আপন সাথে নিয়ে
মাঝপথে বুঝ এলো, আপন কেউ নারে।
আপনের মাঝে আপন খুঁজি
আপন কেউ না,
আপন কারা! আপন তারা যাদের আছে বেশি
আপন হতে পয়সা লাগে
পয়সা ছাড়া স্বার্থ লাগে,
অর্থ দিয়ে আপন হবে, ক্ষণিক মায়ার ঘাটে।
সময়ের, ফুরসতে যখন সর্বহারা
আপন তখন স্বার্থ নিয়ে চলে যাবে, তুমি দিশেহারা,
বেসামাল উন্মাদ যখন তুমি নীড়ের খোঁজে
তোমার আপন কেউ না তখন তুমি বিনে।
আপন পথে সফল হও,
সফল হলে আপন হবে জনে জনে,
আপন মনে শান্তি ভেঙে
স্বার্থপরতার ঢাল চুরমার করে
হিংসুটে মনে মানবতার প্রদীপ জ্বালিয়ে দাও।
১৮ঃ৪০
১০/০৩/২০২১ইং
loading...
loading...
শ্রুতিমধুর লেখা
loading...
লিখা এবং প্রচ্ছদ ছবি …. সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অভিনন্দন কবি।
loading...