একদিন
সবাইকে বিদায় জানাবো,
সে বিদায় হবে
হয়তো অনিচ্ছাকৃত বিদায়,
তবুও আমি জানাবো।
যারা হেয় করে হাসে
যারা হিংসার দৃষ্টিতে কলুষিত করে
যারা ছোট করতে উঠে পড়ে লাগে,
যারা অন্যের কাছে নিচু করতে ব্যস্ত থাকে,
আমি তাদের খুশি করবো,
খুব শীঘ্রই আমি তাদের জয়ী করবো।
জীবন মরুভূমিতে হাঁটতে হাঁটতে
খুব তৃষ্ণার্ত, সে তৃষ্ণা নিয়ে
এক ফোঁটা জলের নেশায় হোঁচট খেয়ে
বারংবার পড়ছি লুটিয়ে।
দুর্বল পথিক, বেসম্ভব মাতাল পরাজয়ে
এই দুর্বলতার সুযোগে
যারা রেখেছে তাদের হাসিতে,
দু’চার পয়সা করুণার বিনিময়ে
যারা কাছে টানে,
আমি তাদেরও মুক্তি দিবো, বিদায় জানাবো।
খুব শীঘ্রই
জীবন খেলার সমাপ্তিতে
তোমাকে জিতিয়ে
আমি সবাইকে বিদায় জানাবো।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অসাধারণ প্রকাশ ।
loading...
লিখাটি পড়লাম। সুন্দর করে লিখেছেন কথাটাকে আমি বিশ্বাস করতে চাই কবি।
loading...