কষ্টের ফেরিওয়ালা

IMG_20210309_211023

আমি উদাসীন
আমি কষ্টপুরে থাকি
আমি নিরবে কাঁদাই, কাঁদি
কষ্ট নিয়ে চলি, কষ্ট ফেরি করি
আমি কষ্টের ফেরিওয়ালা।

স্বপ্ন দেখিছি সুখের শাসক হতে
তাই সুখের রাজ্য খোঁজে
সেইদিন রাজ্যপথে সবে যাত্রা একসাথে,
দু’কদম পা ফেলতে না ফেলতে বিবেক ক্ষয়ে
ইচ্ছার অজান্তে “ভুল” নামক যানবাহনে
উঠে গেলাম দু’জনে,
হঠাৎ উদাসীনতার প্রহসনে
অগনতি ত্রুটির সৃষ্টিতে,
থমকে দাঁড়ালাম মাঝপথে।

কোথায় আমি? কষ্টপুরে!
একক বাসিন্দা হয়েছি,
বণিকও বটে
কষ্ট মজুদে, আমি কষ্টের ফেরিওয়ালা।

যাতনার প্রেমিক আমি
গুপ্ত মনে ভালবাসি
ভালবাসা দিয়ে কষ্ট কিনি,
অশ্রু ঝরিয়ে বিশ্বাসের দাম দিতে জানি
কিন্তু তুমি বুঝোনি,
তোমার অন্তর চিলেকৌঠায়
অহেতুক চিন্তার লালনে
গড়ে তুললে ভুল ভাবনার বসতি,
আমার প্রতি
তাই কখনোই কোনো ভালবাসার জন্ম হয়নি, বরং
তোমার হৃদয়ে যতটুকু মায়া রেখেছিলে
তা তুমি ভুল বুঝে
সন্দেহের আগুন জ্বালিয়ে
কাছে থেকেও তুমি যোজন যোজন দূরে।

একাকীত্ব অনুভূতির অভিশাপে
নিজেকে পুড়িয়ে
নির্জনে
ভালবাসি একান্ত মনে,
সময়ের স্রোতে
অহেতুক ব্যবধান সৃষ্টিতে
আজ আমি কষ্টের ফেরিওয়ালা।

নিষিদ্ধ হয়েছি
১৪৪ জারি তোমার অন্তর বাগানে
তাতে কি?
ভ্রমরের বেশে
সেই বাগানে
নিশ্চিত আমি ভালবাসার ফুল ফুটিয়ে
সাজাবো নতুর বাসর, সে তোমাকে নিয়ে।

চাঁদ-সূর্য যেমন আকাশে
পৃথিবী যেমন সৌরজগতে
অমাবস্যা যেমন কালো রাতে
জোনাকি যেমন পুর্ণিমাতে,
আমিও তেমন অনীহা সরিয়ে
ভালবেসে, ভালবাসা রেখেছি একান্ত গোপনে।

ভুলের সমাহারে
যে ভাবনাদের সৃষ্টিতে
তুমি-আমি কাছে থেকেও দূরে
সেই ভুল পোড়াবো কষ্ট আগুনে,
অতঃপর
অনুতাপের দহনে এই আমি
আবার প্রেমিক মনে প্রেমিকার তরে
আবেগ, অনুভূতি, বিশ্বাস দিয়ে কষ্ট কিনে
কষ্টের বিনিময়ে
ভালবাসার রাজমহল গড়ে
সেই রাজমহলের প্রেম মসনদে
তুমি হবে রাণী, আমি ভালবাসার বিনিময়ে
কষ্ট কিনে
তোমাকে সাজাতে
আমি এখন কষ্টের ফেরিওয়ালা।

রচনার সময় কালঃ ২০:২০
০৯/০৩/২০২১ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১০-০৩-২০২১ | ১৩:২০ |

    প্রচ্ছদ এবং কবিতায় মুগ্ধতা রাখলাম কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ১০-০৩-২০২১ | ১৫:৫৭ |

    কোমল নির্মাণ কৌশল ।  ঝর্ণার মত শৈল্পিকতা ।

    GD Star Rating
    loading...