বদল

IMG_2020

মেয়েটির রাগ যেমন জেদটাও তেমন
তবে তার মন শরৎ এর সাদা মেঘে ঢাকা
হঠাৎ পরিচয়ে জানতে পারি
তোমার আমার সম্পর্কের অবসানের সাথে একদম মিল
হীনমন্যতা নিয়ে মাঝে মাঝে বিরক্ত দিয়ে কথা বলার সুযোগ খুঁজি
আজ কথোপকথন…!

সেইসময়ের পাগলামীগুলো এখন আমার হাসি পায়
বিশ্বাসের মৃত্যুতে সাদা কাপড়ে সম্পর্ক আজ বিধবা
তাই আবেগ, অনুভূতির দাফনে
অতীত এখন শুধু হাসি বৈ আর কিছুই নয়।

তেমনই একদিন তুমি এই অধমকে স্বরণ করে মনে মনে বলবে-
পাগলটা ঠিকই বলেছিল- ” অতীত মানেই শুধু হাসি ”
তোমার হৃদয় রক্তাক্ত, যার বয়স বেশি হয়নি
আবেগের ঘা থকথকে, তাই এমন ভাবছো যে
কেন আবেগগুলো চিৎকার দিয়ে কাঁদছে?

আমি নিশ্চিত করে বলতে পারি, তুমিও একদিন বলবে-
তার জন্য আমার করা পাগলামীর কথা মনে পড়লে
নিজের অজান্তেই তোমার হাসি পায়
ভালবাসা, ক্রোধ কিংবা ঘৃণা কিছুই নেই, আছে শুধু অজস্র জিগাসা।

দেখো! আমি খুব ভালোই আছি
বাবুনীর বাপ আমার কত যত্ন নেয়!
বিনিময়ে শুধু মায়া ছাড়া আর তেমন কিছুই নেই আমার
অনীহা থাকা সত্ত্বেও রাতে প্রেমহীন যৌনতায় মিথ্যে হাসি দিতে হয়
কারণ ভালবাসা নেই, ভালবাসা কবেই খুন হয়েছে
তবুও নিয়মের ঘনীভূত চাহিদায়
সংসার নামক কর্কট রোগ নিয়ে বেঁচে থাকার নামই জীবন

আমি বলি বদলাতে হবে, এখনই সময়
ভাবীক্ষণে হাসির চেয়ে আবেগুলোকে চিতায় তুলে আগুন জ্বালিয়ে দাও
নতুন ভাবনায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০৩-২০২১ | ১৯:১৯ |

    আমি বলি বদলাতে হবে, এখনই সময়
    হাসির চেয়ে আবেগুলোকে চিতায় তুলে আগুন জ্বালিয়ে দাও
    নতুন ভাবনায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৪-০৩-২০২১ | ১:৫৩ |

    অসাধারণ উপস্থাপন,

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ০৫-০৩-২০২১ | ২:৩১ |

    অসাধরণ!অসাধরণ

    GD Star Rating
    loading...