কোনো এক পড়ন্ত বিকেলে
দেখা হবে দুজনে
হাতে হাতে রেখে
না হয় বললাম কিছু কথা,
মনের গহীনে জমে থাকা কিছু ব্যাথা
বিলিয়ে দিবো তোমার উষ্ণতায়
হারিয়ে লাজ হবো বেসামাল
মাতিয়ে কামুক ঝংকার
না হয় হলাম উন্মাদ,
তবে কোনো পড়ন্ত বিকেলে।
কোনো এক পড়ন্ত বিকেলে
বলে দিবো সব
ছুঁয়ে দিবো তোমার উড়ন্ত কেশ
আলতো করে চুমো নিবে
বলি দিবো এতোদিনের ক্লেশ।
তবে কোনো এক রাতদুপুরে
ঝিঁঝিঁ পোকার সুর তালে
জ্যোৎস্নার গন্ধে চুষে নিবো ব্যাথাদের জল
নামিয়ে দিবো তোমার লাজুকতা
নরম স্পর্শে হবে তোমার কষ্টের কামুক জাগ্রতা।
চলো তবে
অধর আলিঙ্গনে হয়ে যাই কিছু সময়ের জন্য বেসামাল,
এসো তবে মিলিয়ে নেই না পাওয়ার হিসেব
কিছুটা সময়ের জন্য চাই
নিজেকে নুঁয়ে দিলাম
যত পারো খুঁজে নাও তোমার ইচ্ছে সাহেব।
—ডেডিকেট টু নিম পাতার চা—
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
চমৎকার কবি দা
loading...
অনিন্দ্য সুন্দর প্রকাশ
loading...
কবিতা এবং প্রচ্ছদ ছবি … দুটোতেই মুগ্ধতা।
loading...