এক পেয়ালা মদ গিলে
রাতের জ্বোৎস্নায় একা একা গল্প শ্রেয়
দেড়হাজার খরচ করে প্রেমিকার সাথে
ডেটিং করার চেয়ে
সারাদিন মেসেজ কিংবা কল
আহ্লাদের চেয়ে দু’ঠোঁটে ধোঁয়া উড়াও
পাবে শান্তি, বিশ্বাস হারানোর ভয় নেই
মিথ্যে প্রতিশ্রুতির হেয়ালীপনায়
সময়গুলো মুমূর্ষ করার চেয়ে
চন্দ্রমুখীর বিছানায় স্পর্শহীন গল্পে
মাতিয়ে সুখ খুঁজো, প্রেম হারানোর কষ্ট নেই
মায়াবী স্বপ্ন জালে হারানোর চেয়ে
সমুদ্রগর্জনে আর্তনাদ বিলিয়ে দাও
হিমেল হাওয়ায় হয়তো এক মুঠো সুখ
ছুঁয়ে যাবে, নীলিমার ছলণা নেই
বাবু সোনা জান কে হারিয়ে দাও
পাহাড়ী অরণ্য প্রেমে সঁপে
খুঁজো প্রকৃতির অচেনা ভালবাসা
ঝর্ণার সুরে মিটিয়ে নাও একাকীত্বের তৃষ্ণা
পাবে সুধা, যাতনা পাওয়ার ভয় নেই
লিটনের ফ্ল্যাটে বা অন্ধকার রেস্তঁরায়
শরীর গরমে বিশ্বাস হারানোর চেয়ে
নর্তকীর ঘরে সুরা পানে রঙ্গ শ্রেয়
থেতলে যাওয়া পঁচা ঘা বিশ্বাস নিয়ে
একাকী বেঁচে থাকার ভয় নেই।
১৪ : ৩০
১৬/০৭/১৮ইং
loading...
loading...
আপনার কবিতা পড়ে তৃপ্তি পাই। তবে শব্দনীড়ে আপনার উপস্থিতি কম বলে মন্তব্য বা পাঠক-লেখকে সম্পর্কের বন্ধন ঠিকমতো জুড়ে উঠতে পারছে না। শুভেচ্ছা নেবেন কবি।
loading...
এক পেয়ালা মদ খেয়ে পৃথিবীর রাজা হই
loading...
চমৎকার ভাবনা । সঠিক মনোভাব।
শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
loading...
বাবু সোনা জান কে হারিয়ে দাও
পাহাড়ী অরণ্য প্রেমে সঁপে
খুঁজো প্রকৃতির অচেনা ভালবাসা
ঝর্ণার সুরে মিটিয়ে নাও একাকীত্বের তৃষ্ণা
পাবে সুধা, যাতনা পাওয়ার ভয় নেই৷
ওয়াও। দারুন।
loading...
চমৎকার———–
loading...