জোর করে যায় না পাওয়া ভালোবাসার মন
জোর করে যায় না হওয়া কারও আপন জন
তোমার মনের ঘরে হয়নি ঠাই
কষ্ট গুলো একা সয়ে যাই
ক্ষমো মোর অপরাধ
মিটবে না জানি সাধ
চলে গেলাম বহু দূরে
ডাকবো না আর সুরে সুরে!
সুখে থেকো চিরদিন
আসবে না ফিরে কোনদিন?
জীবনের অবেলায় যদি চাও
নাম ধরে ডেকে নাও
আশার প্রদীপ জ্বেলে বুকে
রইবো তোমার প্রতীক্ষাতে।
ছোট্ট ছোট্ট খুশির দিন
মনে রবে চিরদিন।
তোমার অধরের গোলাপ হাসি
স্মৃতির রাতে ছড়াবে শশী
পাইনি বলে জীবন সাথী
স্মরণে তোমায় কাটাবো রাতি।
আমি চলে যাব অনেক দূরে
জ্বালা হয়ে কোন দিন আসবো না ফিরে
সুরে গাঁথা হৃদয় বীণার তারটি গেছে ছিঁড়ে
লাগবে না জোড়া রাঙ্গা গোধূলির পরে?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জোরকরে ভালোবাসা পাওয়া যায় না
জীবনের অবেলায় যদি চাও
নাম ধরে ডেকে নাও
আশার প্রদীপ জ্বেলে বুকে
রইবো তোমার প্রতীক্ষাতে।
loading...
loading...
শুভেচ্ছা নিরন্তর প্রিয় মুরুব্বি।
loading...
loading...
এই জন্যিই আমার কিছু পাওয়া হলো না
loading...
loading...