ছুঁতে পারিনি

আকাশের গায়ে কত নীলের মেলা
পাল তুলে উড়ে চলে মেঘের ভেলা
ছোঁয়া হয়নি নীল,ছোঁয়া হয়নি মেঘ
ছুঁয়েছি শ্রাবণ ছুঁয়েছি বৃষ্টি
বর্ষার হৃদয় ছুঁয়ে করেছি বৃষ্টিস্নান
করিনি সাকির হাতে শরাব পান।
হৃদয়ে হৃদয়ে প্রনয় মাখামাখি
ক্লান্ত প্রতীক্ষায় তৃষিত আঁখি
নয়নে নয়ন ছুঁয়ে যায় হৃদয়ে হৃদয়
ছুঁয়ে দেখা হয় নি তোমায়।
আমি তোমায় আজও ছুঁতে পারিনি
তুমিও কোন দিন আমায় ছুঁয়ে দেখোনি।
শূন্য দিগন্তের ওপারে সব নীল
দূর আকাশে হারিয়ে যায় চিল
ঝরা পালকেরা ছুঁয়ে যায় শিশির
আমি ছুঁতে পারিনি একান্তে নিবিড়।
আলোকবর্ষ মাইল দূরে নক্ষত্রের বাস
রাতের আকাশে সাজানো পাশাপাশি
একে অপরের ছোঁয়ার অভিলাষ
ছুঁয়ে দেখা হয় নি কোনও দিন বা নিশি।
তোমার আমার পথ রেললাইনের মত
পাশাপাশি তবু ছুঁতে পারিনি চেষ্টা শত।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ৩টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৮-২০২০ | ১৯:২৯ |

    আপনার কবিতার স্বতন্ত্রতা আপনাকে সব সময় অন্যদের থেকে আলাদা করে রাখে। শুভেচ্ছা জানবেন কবি। শুভ সন্ধ্যা। Smile

    GD Star Rating
    loading...
    • এম. হুমায়ূন কবির : ২৭-০৮-২০২০ | ২১:২৮ |

      হার্দিক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif​​​​ প্রিয় মুরুব্বি।  

      GD Star Rating
      loading...
  2. ফয়জুল মহী : ২৭-০৮-২০২০ | ২০:৪০ |

     মনোলোভা কথার চয়ন। 

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ২৭-০৮-২০২০ | ২৩:২৬ |

    কঅবির চমৎকার  ভাবনার বহিঃপ্রকাশ। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো। 

       

    GD Star Rating
    loading...