এক কাপ চা

20201

এক কাপ চায়ের নেশায়
কবিতার মঞ্চে যোগ দিলাম
সাথে এক যুবক
সেখানে কবিতা পড়ি
অন্যদের পড়াও শুনি,
ভালোলাগে সবই

ইদানিং জীবন গুলো হয়ে উঠেছে
ব্যস্ত সময়ের মতো,
জীবন এবং সময় আলাদা দুটি সত্ত্বায় গাঁথা
জীবন থেমে থাকে না কারো জন্য
সময় ও তাই !

আজ কাল মানুষ গুলো বড় বেশি স্বার্থপর হয়ে গেছে
যেন কেউ কারো নয়।

সামনে একটা মিছিল
মিছিলে মরা নদীর গতি
নিত্য দিনের মতো
হঠাৎ করে ময়লাপোতা চৌরাস্তার মোড়ে
জলপাই রঙের ট্যাঙ্ক,
যুবক ভড়কিয়ে যায়
যুবতীকে গুলি করে
মুখোশ পরা ট্যাঙ্কের কালো হাত ধারী
যুবতীর লাশ পড়ে যায় মাটিতে
চিৎকার করে ওঠে যুবক!

যুবকের একবার ফিরে যেতে ইচ্ছে হলো
যুবতীর লাশ ফেলে কবিতার মঞ্চে
এক কাপ চায়ের নেশায়
যুবতীর লাশ ফেলে যুবক যেতে পারে না,
বিবেক তার বাঁধা দেয়
দুর্ভেদ্য প্রাচীর তুলে,
এক কাপ চায়ের জন্য এভাবে আত্মদান ?
মানুষ হয়ে এমনটি সে করতে পারে না,
তবু
চা খাওয়ার নেশাটা তার কাটে না।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ০৭-০৮-২০২১ | ৯:২৫ |

    বেশ আবেগময় প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৭-০৮-২০২১ | ১০:১৮ |

    খুবই মনোরম ও মহনীয় প্রকাশ। মননশীল ও সৃজনশীল ভাবাবেগ।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৭-০৮-২০২১ | ১১:৩৫ |

    শুভ কামনা কবি হাসনাহেনা রানু। খানিক বিরতির পর আপনার লিখা পড়লাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...