জানি পাশেই আছ
শুধু ছুঁয়ে দেখতে পারিনা
তুমি সবুজ পাতার মত স্বপ্ন আগলে রাখো বুকে,
সবুজ পাতার ঘর সংসার পড়ে আছে এলোমেলো’
আমি উপলব্ধি করতে পারি ঢের
এলোমেলো মন ভাবে শুধু তোমায়
আজো শেষ হবে রাত
শুধু তুমি আমি আজ দু’প্রান্তে :
কোথাও কেউ নেই
ধূধূ শূন্য দৃষ্টি আমার খোঁজে যেন কাকে ….
নীল জ্যোৎস্নায় কষ্ট মাখবো একাকী,
কবিতা পড়ার এক প্রহরে
তবু ধূসর নির্জনতায় মন শুধু তোমাকে চাই
তুমি চাইলে মেঘ গুলো সব গলবে আবেগে
অবাধ শ্রাবণের বৃষ্টি ঝরবে আমার এই দুই চোখে ;
তুমি আমি আমরা কখনো হয়তো হারাব শুভ্র জ্যোৎস্নায় –
আমরা দুটি মানুষ দুই সত্ত্বার
তুমি আমি আর আমাদের
কাঠ গোলাপ ঘর সংসার।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"অবাধ শ্রাবণের বৃষ্টি ঝরবে আমার এই দুই চোখে ;
তুমি আমি আমরা কখনো হয়তো হারাব শুভ্র জ্যোৎস্নায় –
দুটি মানুষ দুই সত্ত্বার, তুমি আমি আমাদের কাঠ গোলাপ ঘর সংসার।"
loading...
মনোমুগ্ধকর সৃষ্টি প্রিয় , অনেক ভালো লাগলো।
loading...