শরতের মায়াবতী মেঘ মেয়ে

I9ZmBD

এই কে তুমি ? ও শরৎ কন‍্যা
কাশফুল মেয়ে,
নাকি কেশোবতী অনন‍্যা!
অপরূপ তুমি, রূপকথার রাজকন্যা
মায়াবতী মেঘ, তুমি বলেছিলে, এই শরতের শেষ বিকেলে
পোড়াদহ রেলজংশনের কাশবনে বেড়াতে যাবে

আমিও যাব তোমার সাথে,
চকিত তোমার আহ্বান!
তোমার সরল নিমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি আমি।

কি করে ফেরাই বলো মন:
কাশফুল আমার অসম্ভব প্রিয়!
ভাললাগা, ভালবাসার বলতে পার
যমুনার পাড়ে,
ব‍্যাকুল কাশবনে তোমার সাথে হারাবো না হয় কিছুটা সময়
মায়াবীনি মেঘ, তুমি দু’পায়ে আলতা পরেছ
লাল পাড় সাদা কাশফুল শাড়ি পরেছ:

কাজল টানা দু’চোখ তোমার
কত কথা বলছে,
দু’হাতে নীল চুড়ি
স্বপ্নের ছবি আঁকছে;
গুচ্ছ গুচ্ছ কাশ ছড়ায় তোমার নিঃশ্বাসের শব্দ চারিদিকে বাতাসে ভাসছে।

মেঘ বালিকা, তোমার ভেজা ঠোঁট ছুঁয়ে শিশির বিন্দু ভালবাসার কবিতা লিখছে:
সবুজ ঘাসের দু’চোখ অভিমানে ভরেছে
মেঘ, মেঘ মেয়ে তুমি বলো না
তুমি ডেকেছিলে আমায় এই কাশবনের ভীড়ে
আমি না এসে পারিনি থাকতে!

শতকৃষ্ণচূড়া রং শান্ত বিকেল
আমি মাড়িয়ে এসেছি দু’পায়
এক পৃথিবী ভালবাসা উপচে গেছে স্বর্গীয় কাশবন ভাবনায়!

হতেম যদি গুচ্ছ গুচ্ছ কাশের ছড়া
শিশির ভেজা সোনালী ভোরের নরম আলোয় অকপটে নিজেকে বিলিয়ে দিতাম!
শুনেছি স্বপ্ন বেড়াতে যায়
উন্মুক্ত আকাশে ডানা মেলে
তারাদের দেশে:
একমুঠো দুঃখ জয় করে
আজ এই প্রথম কোন
স্বপ্ন সত্যি হলো
হাজারো দুঃস্বপ্নের ভীড়ে এই শরতে তুমি পাশে আছ জেনে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ৩১-১২-২০২০ | ১১:৩১ |

    বেশ রোমান্টিক ভাবনার প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ৩১-১২-২০২০ | ১১:৩৮ |

    কবিতায় শব্দানুভূতির অসামান্য সম্মিলন লিখাটিকে যথেষ্ঠ হৃদয়গ্রাহী করে তুলেছে। শুভ হোক নববর্ষ প্রিয় কবি হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ৩১-১২-২০২০ | ১৩:১৩ |

    খুব মুগ্ধকর উপস্থাপন।

    GD Star Rating
    loading...
  4. শেখ সাদী মারজান : ৩১-১২-২০২০ | ১৯:১৬ |

    সুন্দর নির্মাণ

    GD Star Rating
    loading...