অরাত্রি’র প্রেম

1-SM764929

অভিমানী মেয়ে অরিত্রি নীলা, নীল বেদনা নীড়ে অভিমানের আঁচল সরিয়ে
ভালবাসার তিলক চিহ্ন এঁকে দাও এ চাঁদ মুখে,
হৃদয়ের অলক্ষ্যে ভাললাগা অনুভূতিতে প্রেমের প্রদীপ শিখা জ্বালিয়ে দাও — আলতো হাতে;
তুমি নীল আকাশ শাড়ি পরে সন্ধ্যার নরম পালকে নিঃশব্দে ঘুমাও কেমন,
পূর্ণিমা রাতের জ‍্যোৎস্না তোমার খোলা বুকে আছড়ে পড়ছে —
টুপটাপ শিশির ঝরছে।
শাড়ির নীল আকাশ আঁচল খসে গেছে কবে;
আমি মোমের আলোয় দেখেছি তোমাকে।

তুমি কোন মেয়ে নও
অপ্রকাশিত এক কবিতার অরাত্রি প্রেম,
নক্ষত্রের নীল ফুলে ফুটেছ তুমি এক প্রহরে
রাতের আকাশ জুড়ে কখনো তুমি এই মেঘ
এই বৃষ্টি :
তুমি নীল নক্ষত্র মেয়ে দিরাত্রি —
কবিতা তোমার কথা বলে,
তোমার আদ্যপান্ত ঠাসা কবিতার অক্ষরে।
তোমার ঠোঁটের আভায়
চোখের পাতায়,
চুলের খোঁপায়
মুখের কমনীয় গাঢ় সবুজ আভা তুলতুলে নরম ত্বকে দূর্বা ঘাসে
রৌদ্র শিশিরের আলো ছায়ায় কবিতার শব্দরা কেমন কানামাছি লুকোচুরি খেলে,
এক জীবনের সবুজ অরণ্যে তুমি গুচ্ছ গুচ্ছ শত রং গোলাপ হয়ে ফুটবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ২৯-১২-২০২০ | ৯:২৯ |

    বেশ অনুভবের প্রকাশ কবি আপু

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২৯-১২-২০২০ | ১২:১৩ |

     গুচ্ছিত শব্দাবলী।  

     

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২৯-১২-২০২০ | ১৯:৩৮ |

    তুমি নীল আকাশ শাড়ি পরে সন্ধ্যার নরম পালকে নিঃশব্দে ঘুমাও কেমন,
    পূর্ণিমা রাতের জ‍্যোৎস্না … অসামান্য কবিতা প্রিয় কবি হাসনাহেনা রানু। শুভকামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...