কোথাও কিছু নেই শুধুই শূন্যতা

QETT

ভালবাসার আঁচল বিছিয়ে ছিলাম তোমার জন্য
নীল আকাশে
শিশির ধোঁয়া জলে আমি ভিজেছিলাম ইচ্ছে মতো
শ্রাবণ মেঘের বৃষ্টি দিনে,
শত দুঃখের মাঝেও রংধনু মেঘ রং ছিল আকাশে
প্রতীক্ষার ঢেউ আমায় কাঁপিয়ে ছিল দারুণ আবেগে ;
এখন কষ্ট আঁচলে শিশির শব্দ ভাঙি এই হাতে।

এককুড়ি বছর আগে নক্ষত্র ছিলে আমার নীল আকাশে
আজ সেই নক্ষত্র বিবর্ণ বেদনার মালা হল আমার কণ্ঠে,
সময়ের আড়ালে নিজেকে লুকোলে
আমি এখন উত্তাল সমুদ্রের স্রোতে ভাসতে শিখেছি
এখন কষ্ট আমায় স্পর্শ করে না আগের মতো!
যদি বিষাদের ছায়ায় ঢেকে দিতে ভাললাগে
দিও আঁচল ভরে নেব
ওতে কেবল কষ্ট বাড়ে সঙ্গে সীমাহীন শূন্যতা;
অচেনা ধ্রুপদী এক আকাশ আছে আমার চোখে বন্দি
কঠিন বাস্তবতার নীল স্রোতে আমায় ভাসায় নিরবধি
ফেলে আসা এককুড়ি বছর আমায় কষ্ট দেয়।

আমারও অনুভূতি বলে কিছু ছিল
কেউ বোঝে না সে কথা,
কখনো খোঁজনি তুমি:
সেই তুমি কি শুধুই নীল আকাশ?
আমার হিসেবের অঙ্ক আর মেলেনি ;
একদিন অন‍্য সবার মতো
আমিও তোমার প্রেমে পড়েছিলাম,
আমিও তোমায় ভালবেসেছিলাম
আজ আর কোথাও কিছু নেই
শুধু গহীনের দক্ষিণ অরণ্যে সীমাহীন শূন্যতা ছাড়া!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. ফয়জুল মহী : ২২-১২-২০২০ | ২০:৪১ |

    বাহ্ অসাধারণ লিখেছেন।

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২২-১২-২০২০ | ২০:৫০ |

    কোথাও কিছু নেই শুধুই শূন্যতা

    আজ আর কোথাও কিছু নেই
    শুধু গহীনের দক্ষিণ অরণ্যে সীমাহীন শূন্যতা ছাড়া! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. আলমগীর সরকার লিটন : ২৩-১২-২০২০ | ১২:০৭ |

    ভালবাসার কোন শূন্যতা থাকে না কবি আপু

    GD Star Rating
    loading...