আমার শৈশবের দেখা এক বকুলতলায় স্মৃতিরা
এখনো কত উজ্জ্বল আর মধুময়,
প্রাণবন্ত উচ্ছ্বল
ভীষণ ভাললাগা, ভালবাসার …
আজ ও আমাকে নিয়ে যায় স্মৃতি মাখা দিনে।
শাদা ছোট্ট ছোট্ট ফুল উপচে গেছে
আজও দৃষ্টির ভাঁজে ভাঁজে লেগে আছে,
সেই সব পুরনো দিনের পড়ন্ত বিকেলের মোহনীয় শাদা মায়া!
ছোট ছোট ফুলে মালা গাঁথা
স্বর্ণ লতার স্বভাবে,
আজও দুরন্ত কৈশোর ছুটে বেড়ায়
হরিণ শাবকের মত প্রিয় বকুলতলায়;
মৌসুমী ফুল আষাঢ় শ্রাবণে বৃষ্টির ছোঁয়ায় সিক্ত হয়েছে –
হৃদয়ে সুঘ্রাণ ছড়ায়,
ভালবাসা লুকিয়ে আছে হাতের পরশে
বকুল শাখা বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে।
বৃক্ষে কদম বেড়েছে থোকা থোকা,
সুঘ্রাণে ভিজেছে প্রকৃতি!
স্বপ্নের চৌকাঠ ভেঙে
বহুদিন পর আবার ফুটেছে কেয়া কদম
অনন্ত সবুজ বকুল আর বিশ্বাসের ফুল।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পড়তে পড়তে শৈশব জেনো ডুব দিলে গেলো জলে কবি আপু
loading...
সুন্দর লিখনি কবি
loading...
স্বপ্নের চৌকাঠ ভেঙে
বহুদিন পর আবার ফুটেছে কেয়া কদম
অনন্ত সবুজ বকুল আর বিশ্বাসের ফুল। ___ শুভ কামনা প্রিয় কবি।
loading...