তুমি চেয়েছিলে নীল আকাশ
আমি দিতে পারিনি
এ আমার ব্যর্থতা সে কথা বলতেই হবে,
কেমন করে দিই বলো
নীল আকাশ আমার ভালবাসা;
নীল শূন্য এক শাদা আকাশ তুলে রেখেছি হৃদয়ে
হৃদয় নিংড়ে সবটুকু নীল দিতে চেয়েছি তোমাকে,
তুমি নেবে ?
এক বিষণ্ন আকাশ আমার থাক
আকাশ থেকে কোনদিন বিষাদের শাদা রং মুছবো না!
আকাশের ঈশান কোণে শ্রাবণের মেঘগুলো জড়ো হয়
মেঘের বুক ফেটে বৃষ্টি ঝরে:
শ্রাবণের বৃষ্টির ঘ্রাণ আলাদা
সীমাহীন দূরত্ব থেকে ও টের পাই আমি,
বৃষ্টির স্পর্শ নিই।
তুমি আমার আকাশের চাঁদ নাও
সূর্য নাও, নক্ষত্র’র নীড়ে ফেরা জ্যোৎস্না নাও।
তুমি জান, কৃষ্ণচূড়া আমার ভীষণ প্রিয়,
কৃষ্ণচূড়ার সবটুকু রং আমি তোমায় দিলাম
আমার এক আকাশ তুমি চেয়ো না।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কৃষ্ণচূড়ার সবটুকু রং আমি তোমায় দিলাম
আমার এক আকাশ তুমি চেয়ো না।
loading...
বেশ অনুভূতির ছুঁয়া কবি আপু
loading...
মনোমুগ্ধকর প্রকাশ।
loading...
https://www.facebook.com/photo.php?fbid=172854634178080&set=a.135996391197238&type=3
চুরি হয়ে যাচ্ছে লেখা
loading...