সেই যে এক রাতে
শাদা বৃষ্টি নেমেছিল সমুদ্র বুকে
ফেনায়িত সমুদ্র ধুয়ে গেছে ক্যামন
বৃষ্টির শব্দে পাড় ভেঙেছে
ভিজেছে আমার শহর, মৌন মন
বৃষ্টি সমুদ্র শহর এক বিন্দুতে মিলেছে
প্রকৃতির বুকে জলছাপের অন্য রকম মুখরতা ;
নিসর্গ জনপদ উঠে এসেছিল পথের ভিড়ে
ক্লান্ত ভোর ডুবেছে সমুদ্র বুকে
তখন সমুদ্র নিঃশব্দ
কেউ বলেনি, পবিত্র ভোর আত্মহুতি দিয়েছে
আজ রোদ ভাঙা বিকেল মুছে গেছে
সাজানো দিনের স্বপ্ন থেকে ——
অতঃপর নৈঃশব্দ্যতার রাত ছিঁড়ে জলপাই রোদ এলো ভালবাসার উঠোনে —-
দুঃসময়ের ডানায় চড়ে আবেগ ভেসে গেছে
তখন ও নিঃশব্দ সমুদ্র।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অতঃপর নৈঃশব্দ্যতার রাত ছিঁড়ে জলপাই রোদ এলো ভালবাসার উঠোনে-
দুঃসময়ের ডানায় চড়ে আবেগ ভেসে গেছে … তখন ও নিঃশব্দ সমুদ্র।
loading...
চমৎকার লিখেছেন দিদি। শুভকামনা থাকলো।
loading...
বেশ ভাবনাময় কবি আপু
loading...