শব্দের আঁচলে মখমল সময়
একবার যে চোখ তাকিয়ে দেখে বাইরের সুন্দর দৃশ্য …
তাকে আমি কি করে অন্ধ বলব ?
অন্ধ তো সেই ,যে জেগে ঘুমায় –
জেগে জেগে রঙিন স্বপ্ন দেখে:
সন্ধ্যার আবরণে লুকিয়ে আছে কুয়াশার শাদা রাত;
বাইরে নিলাম হচ্ছে ঝকঝকে দিন —
দিনের স্বপ্ন ঘুমে রাত বাড়ে,
এভাবেই বেঁচে ফেরে তারা একে অন্যের বিপরীতে –
একটা গোলাপ ফোঁটার অদম্য নেশায় দিন কেটে গেছে
অভিলাষী রাত বৃক্ষের সবুজ পাতার মানে খোঁজে,
একদিন গহীন অরণ্যের শেষ পথে
ছেঁড়া পাতার স্বপ্নও জোড়া লাগবে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
খুব সুন্দর অনুভব কবি আপু
loading...
"একদিন গহীন অরণ্যের শেষ পথে … ছেঁড়া পাতার স্বপ্নও জোড়া লাগবে।"
____ সুন্দর উপমাময় কবিতা। অভিনন্দন প্রিয় কবি।
loading...