স্বপ্নের গ্রেভিয়ার্ড

দীর্ঘ নীরবতার পাড় ভেঙে
শব্দরা আছড়ে পড়ে
নিঃসঙ্গ সমুদ্র বুকে,
কষ্ট ছুঁয়েছে আকাশ
পরাজয় জেনেও নীল মেঘের কাছে ধরা দেয়নি।

সূর্য কেমন রোদ আগুন পুষেছে বুকে
জ‍্যোৎস্না রাত্রির অবশিষ্টাংশ ছিল,
অথচ রজনীগন্ধা বন ভরে ছিল হলুদ কুয়াশায়
গোলাপ এক বিন্দু শিশির পায়নি
শুধু শীতের হলুদ পাতারা কষ্ট মেখেছিল গায়ে।
অরণ্যে একটা বিকেল গাঢ় সন্ধ্যার আবীরতায় ডুবেছিল ক্রমশই:
সেই শেষ বিকেলে কিছু বেলি ফোঁটার কথা ছিল
সে জন্য চাঁদ অবাধ জ‍্যোৎস্না বিলিয়ে ছিল
চাঁদের শাদা মায়া সেদিন নীরবতা ভেঙে কথা বলেছিল,
জ‍্যোৎস্নার চোখে ফোঁটা ফোঁটা জল;

একটা রাত সাধারণ কষ্টের কথা ভুলতে পারেনি আজও
রোজ এখনো চোখ ভিজে যায়,
কিছু ফুল বিমর্ষ হয়েছে
ফুলের বিমর্ষতায় প্রজাপতির বুক কেঁপেছিল;

অতঃপর শাদা ভোরের ঠোঁট বেয়ে ফোঁটা ফোঁটা অভিমানী জল ঝরেছে,
ঠিক ততখানি নিস্তব্ধ হয়েছে বিষাদ মাখা রাতের আকাশ!

রচনা কাল: 26.08.2020

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-১০-২০২০ | ২১:৩১ |

    সমায়াকাশে এই শব্দের খেয়ায় যেন জীবনোপলব্ধির গল্প। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ০৮-১০-২০২০ | ২১:৩৭ |

    কবিতার মাঝে মনের যত ব্যথা লুকিয়ে আছে। আপনার লেখা কবিতা যেন ঠিক মনের কথাই বলে দেয়। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি।          

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ০৮-১০-২০২০ | ২২:২৩ |

     নন্দিত উপস্থাপন 

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০৯-১০-২০২০ | ২১:২৭ |

    খুব সুন্দর প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...