এই সব দিনরাত্রি

একদিন কবিতা হব মুক্ত মনের শরত আকাশে দিনরাত্রির কোলাহলে ,
মুখরিত সময় একদিন
দিন শেষে ক্লান্ত হবে ভীষণ
রাত্রি শেষে নক্ষত্র’রা ম্লান হবে ,
দিনরাত্রি একই বন্ধনে বাঁধা সে কথা বলব না,
তবে একে অন‍্যের পরিপূরক
দিন শেষে রাত্রি নামে
রাত্রি শেষে দিন;
শব্দহীন রাত্রি বড় চুপচাপ শান্ত
আমার এমন নিঃশব্দ রাত্রি ভাললাগে না
রাত্রি হবে দুরন্ত কৈশোরের মত ছটফটে উচ্ছ্বল
মধ‍্য আকাশের কোটি নক্ষত্র’র মত ।

কত রাত্রি নক্ষত্রদের মত ঝরে গেছে
মুছে গেছে কত চিহ্ন পৃথিবীর হলুদ ঠোঁট থেকে
কোন কোন রাত্রি ধুলোর নক্ষত্র হয়ে জমে গেছে গহীন অরণ্যে:
বেলাশেষে ঝরে গেছে মাধবীলতা
ভেঙেছে কামিনী স্বপ্ন;
হারিয়ে গেছে আমার স্মৃতিময় মধুর শৈশব
হারিয়ে ফেলেছি কৈশোরের স্বপ্ন দেখার দিন,
কৃষ্ণচূড়া বিকেল রঙিন হয়েছিল একদিন
সেই রঙিন বিকেলে আমি একজোড়া গোলাপ ঝরে পড়ার কান্নার শব্দে চমকে উঠেছিলাম,
আজ সেই বিকেল স্মৃতির মলাটে মোড়ানো এ‍্যালবাম থেকে হারিয়ে গেছে।

নক্ষত্র’র নীড়ে একটা একটা করে অনেক গল্প’র জন্ম হয়েছে
আমি কতদিন ভেবেছি নক্ষত্র’র শহর থেকে কৃষ্ণচূড়া বিকেল খুঁজে আনব।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০৯-২০২০ | ৯:১০ |

    'একদিন কবিতা হব মুক্ত মনের শরত আকাশে দিনরাত্রির কোলাহলে,
    মুখরিত সময় একদিন… দিন শেষে ক্লান্ত হবে ভীষণ।'

    কবি মনের প্রকাশ্য এই ইচ্ছে পূরণ হোক এমনটাই প্রত্যাশায় শুভেচ্ছা জানবেন। kiss

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ৩০-০৯-২০২০ | ১১:০৬ |

    কত রাত্রি নক্ষত্রদের মত ঝরে গেছে

    মুছে গেছে কত চিহ্ন পৃথিবীর হলুদ ঠোঁট থেকে

    কোন কোন রাত্রি ধুলোর নক্ষত্র হয়ে জমে গেছে গহীন অরণ্যে:

    আমার জীবনের রাতগুলো আপনার কবিতার মতো হারিয়ে যায়। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয়া কবি দিদি।      

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ৩০-০৯-২০২০ | ১২:০২ |

    অনবদ্য ,মুগ্ধকর লেখনশৈলী ।

     

    GD Star Rating
    loading...
  4. আলমগীর সরকার লিটন : ৩০-০৯-২০২০ | ১৬:১৬ |

    শেষের দেখে চমৎকার লেখেছেন কবি আপু

    GD Star Rating
    loading...
  5. মিতা : ৩০-০৯-২০২০ | ১৯:১৫ |

    চমৎকার লিখেছেন 

    GD Star Rating
    loading...
  6. রিয়া রিয়া : ০২-১০-২০২০ | ১১:৫৮ |

    ভাল লাগা কবি দিদি ভাই। Smile

    GD Star Rating
    loading...