নিঃসঙ্গ মধ্যরাতের নির্জনতা ভেঙে অচেনা এক শহরের বুকে –
হেঁটে হেঁটে
আমি মুঠো ভরে শব্দ কুড়োয়,
একটি কবিতার জন্য :
শব্দ ভাঙি
শূন্য হাতে,
প্রেমময় আবেগে ক্লান্ত পথিক হয়ে
এখন আমি তোমার শহরে —
পা বাড়িয়েছি,
শূন্য মনে ;
কতদিন তোমার হৃদাকাশে শুকতারা হয়েছি ,
ভালবাসার অনিমেষ চাওয়া পাওয়ার হিসেব থেকে
সবুজ পাতার মত টুপ করে খসে পড়ব হয়তো —-
ব্যর্থতার অন্ধকারে ডুবতে ডুবতে তলিয়ে যাব
একদিন সীমাহীন দূরত্বে ..!
কেয়া কাঁটার ফাঁকে ফাঁকে ফোঁটে কত ফুল —-
হারিয়ে গেছে অগুনতি উদাস দুপুর,
জোনাকি পোকার ভীড়ে ক্ষীণ হয়েছে এক জীবন,
সে জীবনে কি কোন অপেক্ষা নেই ?
তোমার ভালবাসা কেন জানি
মরুময় আবেগে বহু দূরে নিয়ে যাই আমাকে ——–
দিন শেষে ক্ষীণ আলোয় স্মৃতিময় পিছুটান
অনিমেষ হাহাকার আমাকে কাঁদায় ভীষণ …
অথচ তুমি স্বপ্নস্নানে মগ্ন ততখানি ;
কত দূরে তোমার স্বপ্নীল বাতায়ন
অবরুদ্ধ জীবনের তথাকথিত অসমাপ্ত গল্পের নায়ক তুমি ;
লেবু পাতার সবুজতার মত ছুঁয়ে থাক উর্বর প্রকৃতি —-
তোমার জীবনে অসমাপ্ত এক গল্প আমি,
বলেছি , একদিন হারাবো গভীর শূন্যতার শূন্য নীড়ে,
তখন শুকতারা হয়ে যাব আকাশ নীলে
তুমি তখন আমায় ছুঁতে পারবে না,
আর কোন কথা ও বলতে পারবে না…
তুমি কি ভেবেছিলে —-
আমি সারা জীবন থাকব ?
পথ ভুলে যদি চলে যাই অন্য কোথাও …
প্রথমেই নিঃসঙ্গতাকে সঙ্গী করব,
অতঃপর গোপনে কবিতায় এ মন বাঁধবো।
রচনা কাল : 28.09.2018
loading...
loading...
অচেনা এক শহরে …
সবুজ পাতার মত টুপ করে খসে পড়ব হয়তো –
ব্যর্থতার অন্ধকারে ডুবতে ডুবতে তলিয়ে যাব
একদিন সীমাহীন দূরত্বে ..!
চমৎকার কবিতা। শুভেচ্ছা কবি হাসনাহেনা রানু।
loading...
গদ্যকবিতা গুলো আরও ছোট হলে বিষয়বস্তু ভাল করে বুঝা যায় বড় হলে কঠিন হয়ে যায় কবি আপু
loading...
খুব আকর্ষণীয় কথামালা ।
loading...