তুমি কবিতা: অপরূর্প নারীর মতন —
পরেছ শাড়ি, শুভ্র বসনার শ্বেত চন্দন
মেখেছ জ্যোৎস্না প্রসাধনী
তোমার নিঃশ্বাসের দৌরাত্ম্যে সকালের রৌদ্র ভাঙ্গে, —
কাজল চোখের তারায় নিবিড় সন্ধ্যা নামে ….!
তুমি কবিতা- স্নিগ্ধ ভোরের ঠোঁটে লেগে থাকা- ধোঁয়া ওঠা চায়ের ঘ্রাণে ……
শত শব্দের;
হলুদ পাতার বিবর্ণতার ভারে নুয়ে পড়ে
চারুনীড়ের শব্দ নীড়. …. !
মননে : তোমার সবুজ প্রেম
ঠোঁটে গোলাপ হাসি ,
তুমি নদী —– কখনো নীরব দীর্ঘ রাত্রি ..
তোমার বুনো চাহনির আড়ালে
সবুজ ভাঁজ ভাঙ্গে;
তুমি দ্যাখো তার প্রতিচ্ছবি —–
আমার চোখে,
দ্যাখো এই সেই চির সবুজ যৌবনের হাতছানি ……
তুমি কবিতা;
পরেছ আকাশ নীল শাড়ি
তোমার রূপের মাধুরীতে
নীল আকাশ
মেঘে মেঘে ঢেউ ভাঙ্গছে !
তোমায় দেখে মুগ্ধ পৃথিবী
ফেরাতে পারেনা দৃষ্টি —
রাতের শিশিরে এক সমুদ্র অরণ্য ভিজছে ,
ভিজেছে এ মন : ততখানি !
20.07.2020
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
তুমি কবিতা নাহলে এত আদর প্রেম
থাকত বল—-তুমি থাকবে কবিতা—————
loading...
'তুমি কবিতা; পরেছ আকাশ নীল শাড়ি
তোমার রূপের মাধুরীতে নীল আকাশ… মেঘে মেঘে ঢেউ ভাঙ্গছে !'
loading...
অনুপম লেখা ।
loading...