ইকারুসের স্বপ্ন ডানা

পৃথিবীটা অনেক সুন্দর
কিন্ত হলে কী হবে
আমিতো সুন্দরের রং ছড়াতে পারিনি
কী করে ছড়াবো,
আমি কষ্ট বিলাসী
কষ্ট ছাড়া আর কিছু ভাবতে পারিনা,
কষ্টরা আমার চারপাশ শীত সকালের এক ফালি মিষ্টি রৌদ্দুরের মতোই ছুঁয়ে থাকে-।
পৃথিবীর কত কিছুই তো সুন্দর
আমার সুখগুলো কুড়িয়ে নিয়ে গেছে,
কোন এক সুখী স্বপ্ন বিলাসী মানুষ:
আমি তাকে স্পর্শ করতে পারি না
সে এখন অনেক দূরের নক্ষত্র হয়ে গেছে,
যার জন্য আমার এত অপেক্ষা
সেই বুঝল না!
নিবিড় রাত্রি,
তুমি আমায় ছেড়ে যেও না
নির্জন বিমর্ষ পৃথিবী!
তোমার বুক জুড়ে কেবলই বেড়ে ওঠে
গভীর নৈঃশব্দ্য, আর নৈঃশব্দ্যতার কঠিন দীর্ঘশ্বাস:
তোমার সঙ্গে আমি বাঁধা পড়ে আছি
বালিয়াড়ি পাখি হয়ে –
আমি তোমার চোখ সমুদ্রে, ডানা মেলে উড়বো
ইকারুসের ডানায় একমুঠো রৌদ্রের গন্ধ: ইচ্ছে ঘুড়ি স্বপ্ন এঁকে এঁকে
অনাবৃত নীল আকাশ চলে গেল তোমার দখলে;
নীরব নৈঃশব্দ্যে কেটে যাই আমার সময়,
আমার দ্বারা কিছুই হবে না
আমি কিছু পারিনা,
কবিতা জানে
রাত্রি জানে
আকাশ,
নক্ষত্র, চাঁদ জানে
শ্বাশত সুন্দর হে-
শুধুই তুমি জানলে না!

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. আলমগীর সরকার লিটন : ২১-০৭-২০২০ | ১০:২০ |

    পৃথিবী সুন্দর না মানুষগুলো সুন্দর না হলে পৃথিবী সুন্দর হয় না ———-চসৎকার কবি আপু 

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ২১-০৭-২০২০ | ১৪:৪০ |

    নৈপুণ্যময় ও নান্দনিকতায় নিপুণ  লিখনশৈলী।

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ২১-০৭-২০২০ | ১৬:১৭ |

    সুন্দর কবিতা।

    GD Star Rating
    loading...
  4. ফকির আবদুল মালেক : ২১-০৭-২০২০ | ২০:২০ |

    বেশ ভালো লাগলো।    

    GD Star Rating
    loading...