নীলস্পর্শ

নিঃসঙ্গতার মুখোমুখি বসে আছে ইয়ানা —
ওর বিপরীত পাশে আহান
দু’জনই অচেনা, অপরিচিত
কেউ কাউকেই চেনে না
আমি বসে আছি কর্ণারের টেবিলে
কফিশপ ঢাকা শ‍্যামলী আদাবর।

ইয়ানা নির্মাণ করছে বিষণ্ন অতীত
এক জীবনে যা ছিল তার কাছে সুখ, স্বপ্ন বা স্বর্গ !
সময়ের ব‍্যবধানে আজ তা তিক্ত –
ওর দৃষ্টি ছুঁয়ে আছে সেই প্রতিচ্ছবি:
যাকে সে একবছর আগে হারিয়ে ফেলেছে
না, ঠিক ও হারায়নি,
হারিয়ে গেছে।
কেউ নিজে থেকে হারালে প্রতিপক্ষের আর কিবা করার থাকে –
এক নিমিষেই ওর মনের আকাশ মেঘে ঢেকে গেছে
সহসাই সে মেঘে বৃষ্টি নামলো !
নিঃশব্দে কাঁদছে ইয়ানা
ভিজে যাচ্ছে ও……

নির্জন দুপুর অকারণে সময় বয়ে যায়
তবু বসে আছি সাথে এক ভাবি
আমাদের দু’জনের দুই ছেলে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ক‍্যাম্পে অবস্থান করছে
মন পড়ে আছে ছেলের কাছে।

আমরা দুপুরের লাঞ্চ সেরে কফিশপে ঢুকেছি
ইয়ানা লাগাম ছাড়া এক রঙিন প্রজাপতি যেন
কেন যে কষ্ট বিলাস করছে মেয়েটা একা বসে এক টেবিলে ?
ডানাভেজা দু’টো আঁখি ওর, অনেকটা নেশার মতো !
বৃষ্টিবিনম্র মুখটা ওর টলমল করছে
সারা মুখ জুড়ে চাপা অভিমানের অনুভূতি গুলো বৃত্তের ছক ভেঙ্গে বক্ররেখায় হেঁটে হেঁটে চলে গেছে অনেক দূরে
এতটাই দূরে যেখান থেকে আর কেউ কোনদিন ফেরে না।

আহান গোপনে গোপনে ইয়ানাকে দেখছে
ও নানা বাহানায় কফিশপে সময় পার করছে
কখনো বার্গার, স‍্যান্ডউয়িস, কফি, আইসক্রিম অর্ডার করে
আমার পাশের ভাবির চোখের তারায় নীল পরীর দুষ্টু চাহনি:

ইয়ানার টেবিলে ফাস্টফুডের অনেক গুলো আইটেম পড়ে আছে
ও অন‍্যমনষ্ক ভাবে সেল ফোন নিয়ে নাড়াচাড়া করছে
হয়তো ফেসবুকে দৃষ্টি নিমগ্ন ওর।

হঠাৎ বিপরীত পাশের টেবিল থেকে আহানের আগমন ঘটে –
ইয়ানার টেবিলে,
হাই আমি আহান ! প্রায় তোমাকে এই টেবিলে বিষণ্ন মন নিয়ে বসে থাকতে দেখি। কি হয়েছে তোমার? আমাকে বলা যাবে ?

ইয়ানা তখন পিপাসায় নিমগ্ন হয়ে জলরং নির্জন এক কড়া দুপুর ভাঙ্গছে সুডৌল ডিম্বাকৃতি লাল নীল গ্লাসের নেশার রঙিন পানিতে:
কিছুক্ষণ ও রঙিন পানির নেশায় বুঁদ হয়ে থাকে –

আহান বলে, এ‍্যাই” নীল টিপ” নীল নয়না মেয়ে ? এসব করছ কি তুমি ?
ওগো নীল নয়না মেয়ে, তোমার ঐ “নীল টিপ” আমাকে বন্ধুত্বের আমন্ত্রণ জানিয়েছে –
পূর্বের সব হিসেব কাটাকাটি,
হুম, যাহা বলছি সত্যি বলছি –
সত‍্য বহি মিথ‍্যা বলিব না:
অযাচিত তুমি শুধু শুধুই বিরহের সঙ্গে বসবাস করছ;
সময়ের আয়নায় নিজেকে একবারও কি দেখেছো ?
কি হাল হয়েছে তোমার?
তোমার জীবন থেকে অয়ন চলে গেছে,
আহান তো আছে। এক অয়নের জন্য তোমার জীবন ব‍্যর্থ হতে পারে না!
এ আমার কথা:
আমি তোর বেস্ট বন্ধু হয়ে কাছে এসেছি –
প্লিজ! একটু বোঝার চেষ্টা কর ….

ইয়ানা একটা কথাও বলে না –
কিছুক্ষণ পর আহান হাত বাড়িয়ে ইয়ানার হাত স্পর্শ করলো
মূহুর্তে ইয়ানার আকাশ নীল রঙের আবরণে ঢেকে যায় !
ইয়ানা আহানের হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে –
ইয়ানার পরিহিত নীল রং থ্রিপিস

নীল রং এমনিতেই ভীষণ আকর্ষণীয়!
স্থান বিশেষে আহানের নীলস্পর্শ হয়ে উঠে আর ও
দুর্নিবার …
আহান ইয়ানাকে দু’হাতে ধরে নিয়ে ধীরে ধীরে কফিশপ ত‍্যাগ করার জন্য স্লাইডিং ডোর ঠেলে একপা, দু’পা বাড়ায় সামনের দিকে।
বুঝতে পারলাম, ওরা পূর্বে পরিচিত; মান অভিমান
চলছিল !
ঠিক তাও নয়,
এক বন্ধুর ব্রেকআপ পরবর্তী কষ্ট গুলো অন‍্যবন্ধু অনুভব করার চেষ্টা করছে –
হয়তো এটাও ঠিক নয়।

ভেঙ্গে পড়া জীবনে তবু ওরা …
জল ফড়িং এর বিষণ্ন ডানায় স্বপ্ন ওড়াই;
আজন্ম বেঁচে থাকুক ওদের লালিত স্বপ্ন: –

আমার পাশের ভাবির দুচোখে তখন বিস্ময় ঝরে ঝরে পড়ে –
আর আমি ডায়েরি লেখায় ততটাই নিমগ্ন !

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. সাজিয়া আফরিন : ০২-১০-২০১৯ | ১৩:৫৪ |

    কবিতার আঙ্গিকে কথা কাব্য পড়লাম আপা। আপনি সত্যই সুন্দর লেখেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০২-১০-২০১৯ | ১৪:০১ |

    ইয়ানা এবং আহান এর গল্প।

    এক বন্ধুর ব্রেকআপ পরবর্তী কষ্ট গুলো অন‍্যবন্ধু অনুভব করার চেষ্টা  সম্ভবত। Smile

    GD Star Rating
    loading...
  3. সুমন আহমেদ : ০২-১০-২০১৯ | ১৪:২২ |

    পড়লাম কবি আপা।

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ০২-১০-২০১৯ | ১৯:৪৮ |

    জীবনের গল্পটি পড়লাম দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  5. সৌমিত্র চক্রবর্তী : ০২-১০-২০১৯ | ২০:৩০ |

    কি মন্তব্য করবো ? গত কয়েকটি লেখায় আপনার উপস্থিতিই নাই বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    GD Star Rating
    loading...
  6. শাকিলা তুবা : ০২-১০-২০১৯ | ২১:৪২ |

    সুন্দর।

    GD Star Rating
    loading...