যে গল্পের শেষ নেই
আমাকে এক সমুদ্র জল দাও
এক আকাশ নীল দাও,
এক পাহাড় অরণ্য দাও
এক অরণ্য গোলাপ দাও
এক শরতের কাশফুল দাও,
আমি তোমায় স্বপ্ন দিতে পারি
আমাকে এক রাতের শুভ্র জ্যোৎস্না দাও
রাতের আকাশের সব নক্ষত্র আমার হাতে খুলে খুলে দাও,
একটা শ্রাবণের রাত দাও
পূর্ণিমা রাতের মায়াবী চাঁদ দাও
নৈঃশব্দ্য নীরব রাতের মৌনতা দাও,
আমি তোমাকে একটু ভাললাগা অনুভূতি দিতে পারি।
আমাকে এক অরণ্য বেলী দাও
একটা শ্রাবণের বিকেল দাও,
আমাকে এই শরতের থোকা থোকা মেঘের
ভেলায় ভাসিয়ে দাও
সবুজ দিগন্ত আমার হাতে তুলে দাও,
ভোরের ঠোঁটে ঘাস বুকে ঘুমিয়ে থাকা শিশির দাও
প্রথম সকালের একমুঠো রৌদ্দুর দাও
আমাকে ফুল, পাখি, প্রজাপতি দাও
আমি গভীর রাতে ফোঁটা এক বৃক্ষ
ভালবাসা মাখা হাসনাহেনা দেব তোমাকে!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আমাকে ফুল, পাখি, প্রজাপতি দাও; আমি গভীর রাতে ফোঁটা এক বৃক্ষ
ভালবাসা মাখা হাসনাহেনা দেব তোমাকে! __ চমৎকার সেজেছে কবিতাটি।
loading...
আমাদের কোন গল্পের শেষ নেই। আছে বিরতি। হ্যাঁ, রূপকথায় রূপ কাহিনীর শেষ আছে। "আমার কথাটি ফুরালো নটে গাছটি মুড়ালো !" ঐরকম। শুভেচ্ছা কবি বোন হাসনাহেনা রানু।
loading...
হৃদয় মাখা কবিতার পরশ।
loading...
কবিতায় মুগ্ধতা জানালাম কবি।
loading...
কবিতার জন্য আকাশ সমান ভালবাসা রইলো!
loading...
সুন্দর কবিতার উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম।
কবিকে অভিনন্দন জানাই। জয়গুরু!
loading...