এক নদীর তিন গল্প

এক নদীর তিন গল্প

কুয়া কাটা আছে, সুন্দর বন আছে,
আছে অপরূপ রূপসার খোলা বুকের সৌন্দর্য…..!
এত কিছু রেখে – সেই তো তুমি,
গিয়েছ আঠার বাকীর তীরে
আমায় নাওনি সঙ্গে, একটু হলেও কষ্ট পেলাম…
কষ্ট মনে – আমার কষ্টে কি যায় – আসে?
মাঠের ওপাশে বৃষ্টি ধোঁয়া
কদম গন্ধ ভাসে শ্রাবণ বাতাসে –
তোমার সঙ্গে আছে মায়াপরী মেয়ে
মেঘের ঝিলিক দু’ চোখে !

আমি ও ছিলাম পাশে,
একটু ভিড় এড়িয়ে,
তুমি তো আর আমায় খোঁজনি –
মায়াপরী তোমায় আগলে রেখেছে –
আঠার বাকীর তীর ছুঁয়ে
এক শান্ত মনি নদী বেড়ে ওঠেছে –
এ নদীর একটা কাহানি আছে।
শান্ত আর মনি নামে এক যুগল প্রেমিকদ্বয় –
এ নদীতে ঝাঁপিয়ে পড়ে
আত্মহত্যা করেছে…
আমার চোখের জল এ নদীতে
শিশির হয়ে ঝরছে –।

এ জীবন এখন বন্ধনহীন,
সময় এখন শব্দহীন,
নদীটা কাঁদছে নীরব নিঃশব্দে,
নদীর ভাঙ্গন কাল,
আকাশ শুধু চেয়ে আছে —!

জীবন কি ঠিক এরকম?
নৈঃশব্দের অতলে সব কেমন তলিয়ে যায়…
বৈশাখে না হোক-
শ্রাবণে ডেকো,
স্বপ্নগুলো সাজিয়ে দেব এক এক করে –
বুকে বাজে ব্যাথার সুর অভিমানে –

আঠার বাকীর তীরে –
এক ঝাঁক লাল সারস এসে ভিড়েছে,
এ দৃশ্য অন্য পৃথিবীর প্রতিচ্ছায়া যেন —
আর তুমি –
কি ভীষণ মায়াপরীতে ব্যস্ত -।

আমি বড় বেশি ব্যথা বিলাসী –
কোন্ অরণ্য নীড়ে মন বেঁধেছ
আঠার বাকীর তীরে –
কাশবন অরণ্যে আমি মুগ্ধ হলেম
তোমায় ছেড়ে –
আর ওই যে –
লাল সারসের ঝাঁক
ওরা কি কেউ সঙ্গী বিহীন?
উড়ছে কেমন মিষ্টি রোদের আঁচে —

আমি আর তোমায় নিয়ে ভাবছি না তো,
এখন গাঢ় সবুজ রঙের শ্যাওলায় ভীষণ মুগ্ধ –
শ্যাওলার ঝোঁপে ফুল ফুটেছে –
বেগুনি ফুল হাওয়ায় দোলে –
তৃণের এক বেগুনি সমুদ্র —–!

তুমি এখন মায়াপরীতে গলতে পার
বৃষ্টির নরম ফোঁটার মতো
হঠাৎ আমার নীলাভ মন
ব্যথার বিষে চিন চিন করছে,
তোমার মনে অন্য ফুল ফুটেছে -।

এখন নদীটা বইছে কাশফুলের মতো –
সাদা জল বুকে নিয়ে,
এ জল যে শান্ত, মনি আর আমার কষ্ট ——-
এক নদীর তিন গল্প…
আমি ধীর গতি,
আজ ও আঠার বাকীর তীরে দাঁড়িয়ে…..!

06.07.2019

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৮ টি মন্তব্য (লেখকের ০টি) | ৮ জন মন্তব্যকারী

  1. সৌমিত্র চক্রবর্তী : ০৬-০৭-২০১৯ | ২১:০১ |

    এমন লিখাকে কি আমরা অভিমানী লিখা বলতে পারি কবি বোন হাসনাহেনা রানু !!  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ০৬-০৭-২০১৯ | ২১:০৩ |

    এ জীবন এখন বন্ধনহীন, সময় এখন শব্দহীন,
    নদীটা কাঁদছে নীরব নিঃশব্দে,
    নদীর ভাঙ্গন কাল, আকাশ শুধু চেয়ে আছে —!

    চমৎকার কথা কাব্য। অভিনন্দন কবি হাসনাহেনা রানু। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৬-০৭-২০১৯ | ২১:০৫ |

    খুব সুন্দর প্রিয় দিদি ভাই। শুভসন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  4. সুমন আহমেদ : ০৬-০৭-২০১৯ | ২১:১৫ |

    কবিতাটি পড়ে অভিভুত হলাম কবি। অভিনন্দন। 

    GD Star Rating
    loading...
  5. আবু সাঈদ আহমেদ : ০৬-০৭-২০১৯ | ২১:২৩ |

    ভালো কবিতা। 

    GD Star Rating
    loading...
  6. শাকিলা তুবা : ০৬-০৭-২০১৯ | ২১:৪৫ |

    সুন্দর লিখেছেন রানু আপা। Smile

    GD Star Rating
    loading...
  7. সাজিয়া আফরিন : ০৬-০৭-২০১৯ | ২৩:২২ |

    কবিতাটি পড়লাম রানু আপা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  8. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৮-০৭-২০১৯ | ২:৩০ |

    * অসাধারণ লেখনী…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভ কামনা সবসময়। 

    GD Star Rating
    loading...