অবাক অনুরাগ
একমুঠো মেঘ
এক গুচ্ছ নক্ষত্র ফুল,
এক শ্রাবণ বিকেল ——
তোমার পাঠানো প্রজাপতি চুমু:
সব আমি খেয়ে বসে আছি ——-
রূপসার পাড়ে ,
চোখের তারায় নীল আকাশ ভাসে —
রাত্রিটা এখন গোলাপ বাগানে..
আমি একটি গোলাপ ও স্পর্শ করতে পারিনা,
হয়তো অভিমান ..
তোমার জন্য ;
কথা ছিল একদিন তুমি আমায় গোলাপ দেবে —–
জানিনা, সেই একদিন কখনো আসবে কিনা —
তুমি একদিন এ পথেই আসবে,
তোমার শেষ গন্তব্য আমি …
তুমি ভুল করে হলেও একবার এ পথে আসবে ,
এ আমার দৃঢ় বিশ্বাস!
তোমার দু’হাতে কিছু গোলাপ থাকবে,
তুমি নীল গোলাপ নিয়ে এসো
আমার নীল গোলাপ চাই —–
নীল গোলাপ আমার খুব প্রিয়!
ঘুমন্ত সন্ধ্যা
ফুটন্ত সকাল,
উদ্ভ্রান্ত রাত্রির মায়া সব আমি কবিতায় লিখে বসে আছি ——-
তোমার সাজানো বিকেলের স্বপ্ন,
তোমার মায়াময় প্রজাপতি ভালবাসার আবেগ —
নিবিড় সান্নিধ্য,
তোমার ব্যাকুলতা
তোমার মোহনীয় মুগ্ধ দৃষ্টি সব সব আমি খেয়ে বসে আছি!
তুমি যদি না আসো …
আমার স্বপ্ন ভেঙ্গে খান খান হবে
সবটুকু অভিমান এক আকাশ নীল হয়ে যাবে..!
11.05.2019
loading...
loading...
কবিতায় অভিনন্দন কবি হাসনাহেনা রানু।
loading...
loading...
সুন্দর অনুভূতির প্রকাশ কবি আপু
loading...
সুন্দর অনুভূতির বহিঃপ্রকা! শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় কবি দিদি।
loading...
সুন্দর এবং ভালো লাগার মতো কবিতা। শুভেচ্ছা আপনার জন্য।
loading...
এই তো !! কবিতা পড়ে মনে হচ্ছে অল্প অল্প করে লিখায় নতুনত্ব আসা শুরু করেছে। অভিনন্দন কবিবোন হাসনাহেনা রানু। ভালোবাসা।
loading...
অভিনন্দন প্রিয় কবি দি। দারুণ লিখেছেন।
loading...
মুগ্ধতা জানালাম কবি রানু আপা।
loading...