এক মন

এক মন

তোমার আকাশে আমি রাত জাগা
শুকতারা হয়ে ফুটে আছি
শত বছর ধরে,
কখনও শঙ্খচিলের বেশে
ডানা মেলে উড়ে গেছি
দূরের দেশে,
আমি আকাশের বুক থেকে
তুলে নিতে পারি
চিল মেঘ ডানার এক মুঠো সোনালি
স্বপ্ন কুসুম ;
আমি খসাতে পারি নীল আঁচল
জানি খুব কাছেই আছো তুমি
তবু মনে হয় কত দূরের !
চাপাবনে জ্যোৎস্না হয়ে ফুটেছো
রজনীগন্ধার ছড়ায় ছড়ায়,

আকাশ, সমুদ্র..
চাঁদের পাহাড় মেঘতিকা নীলিমার স্তরে
বাঁধা পড়ে আছে
যেনবা সীমাহীন নীল কষ্টের ঢেউ ক্রমাগত
দু’ হাতে ভাঙ্গছে,
এক কষ্ট সমুদ্র সাঁতরিয়ে আমি বিষাদের
পৃথিবী দেব পাড়ি,
আমি সাদা বরফের স্রোত ভাঙ্গছি দ্রুত ;

তুমি আকাশ
নোনা সমুদ্র,
পৃথিবী পড়ছ আমার
চোখের তারায় ——
জান তো, পরশ পাথর ও গলতে চাই
ভালবাসার উত্তাপে,
কাল ছিল সাদা পূর্ণিমা রাত
আমার চোখ ভিজেছিল ধূসর মেঘের
সাদা বৃষ্টিতে,
দৃষ্টি ছিল ঝাপসা কাঁপছিল থির থির !
তুমি মিছেই গোলাপ খোঁজ আমার মুখে
জান তো, কষ্টে জর্জরিত হয়ে এক ফালি
দুঃখরা আজ ও বেঁচে আছে
আমার চোখে —
গোলাপ কাঁটা হয়ে,
এ চোখে আকাশ ঘুমায়,
আর কত রাত জেগে জেগে চাঁদ নীল আকাশকে পাহারা দেবে?
তোমার আকাশে আমি
প্রেম সমুদ্র ভাসাব,
তুমি শ্রাবণ মেঘের জল ধারা হয়েছ
আমার চোখে ।
আমি চেয়েছিলাম বৃষ্টি রাতের
একটু ছোঁয়া,
সুখের নায়ে ভাসব বলে –
তোমার হাতের ছায়ায় ঘেরা
একটু মায়া :
ওদু’ টি হাত দাও না বাড়িয়ে
আমার তরে,
আমি হৃদ মাঝারে বন্ধু হব তোমার
শতবার ;
ছিঁড়ে শতবাঁধা,
চেয়েছি ব্যাকুল চোখের মায়ায় এক
পলক তোমায় দেখতে—
হায় রে !
আমার দিন কাটে না
রাত কাটে না…
ভাসছি আমি স্রোতের বিপরীতে
তুমি তৃষিত নিঃশ্বাসে, প্রশ্বাসের এক তৃষ্ণার্ত
নিবিড় মেঘ খণ্ড,
কখনও শ্রাবণ মেঘে বৃষ্টি হয়ে ঝরো
কখনও নীল সমুদ্র হয়েই
জুড়াও আমার মন,
অশান্ত ঢেউ ভাঙ্গো তুমি আমার
সমুদ্র চোখে,
তুমি আছ আমার নিপাট দেহ পাঠের
সারা মন জুড়ে ———–
এক মন !

08.05.2019

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৬টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৫-২০১৯ | ১৯:১২ |

    চাপাবনে জ্যোৎস্না হয়ে ফুটেছো রজনীগন্ধার ছড়ায় ছড়ায়। আবেশীয় কাব্যময়তা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৯-০৫-২০১৯ | ১০:১৮ |

      আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি আজাদ ভাইয়া। আপনার সুন্দর মন্তব্য পাঠে অনুপ্রাণিত হলাম কবি।শুভেচ্ছা সতত।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  2. সুমন আহমেদ : ০৮-০৫-২০১৯ | ১৯:১৬ |

    গুটি গুটি করে লিখা গুলোন আপনার হাতে দারুণ আসে। তবে লিখায় ভ্যারিয়েশন কম থাকে জন্য পাঠক ভুলে যেতে পারেন। কাব্য ধারায় বা উপস্থাপনে কিছুটা পরিবর্তন আনলে ভালো হয় কবি। লিখার আঙ্গিকে একটু পরিবর্তন চাই কবি।

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৯-০৫-২০১৯ | ১০:২৬ |

      অশেষ ধন্যবাদ কবি সুমন আহমেদ। আপনার মন্তব্য পাঠে অবগত হলাম,লেখায় কিছুটা পরিবর্তন আনা দরকার। চেষ্টা করে দেখতে পারি।বাট সফল হবো কিনা জানিনা।হয়তো বা হবো না।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifশুভেচ্ছা …..

      GD Star Rating
      loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৫-২০১৯ | ১৯:২১ |

    কত রাত জেগে জেগে চাঁদ নীল আকাশকে পাহারা দেবে? অসাধারণ কবি বোন হাসনাহেনা রানু। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৯-০৫-২০১৯ | ১০:২৭ |

      অসংখ্য ধন্যবাদ কবি সৌমিত্র দাদা। মন্তব্য পাঠে খুশি হলাম কবি।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...
  4. রিয়া রিয়া : ০৮-০৫-২০১৯ | ১৯:৩১ |

    মুগ্ধ হলাম প্রিয় কবি রানু দি। সম্ভব হলে আপনার গদ্য পড়তে চাই। যেমনটা সুমন আহমেদ বললেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৯-০৫-২০১৯ | ১০:৩০ |

      অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি রিয়া দি''ভাই।দিদি ভাই, চেষ্টা করে দেখবো।একদিনে তো আর এ অভ‍্যাস থেকে বের হতে পারবো না।সময় লাগবে। শুভেচ্ছা নিন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

      GD Star Rating
      loading...
  5. শাকিলা তুবা : ০৮-০৫-২০১৯ | ১৯:৩৬ |

    অনেক অনেক শুভেচ্ছা কবি রানু আপা। বরাবরের মতো সুন্দর। Smile

    GD Star Rating
    loading...
  6. হাসনাহেনা রানু : ০৯-০৫-২০১৯ | ১০:৩২ |

    আন্তরিক ধন্যবাদ কবি শাকিলা আপা।শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  7. নিতাই বাবু : ০৯-০৫-২০১৯ | ১০:৪১ |

    অনেকদিন পর ব্লগে প্রবেশ করে আপনার মূল্যবান লেখা কবিতা পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম, শ্রদ্ধেয় কবি দিদি। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি সেই আগের মতো! 

    GD Star Rating
    loading...
    • হাসনাহেনা রানু : ০৯-০৫-২০১৯ | ১১:১৫ |

      আপনার সুন্দর মন্তব্য পাঠে ভীষণ খুশি হলাম। জ্বী, আলহামদুলিল্লাহ ভাল আছি।বাট আপনার শূন্যতা অনুভব করেছি। ভাল থাকবেন সবসময়। শুভ কামনা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...