অবাক অনুরাগ

অবাক অনুরাগ

একমুঠো মেঘ
এক গুচ্ছ নক্ষত্র ফুল,
এক শ্রাবণ বিকেল ——
তোমার পাঠানো প্রজাপতি চুমু:
সব আমি খেয়ে বসে আছি ——-
রূপসার পাড়ে,
চোখের তারায় নীল আকাশ ভাসে —
রাত্রিটা এখন গোলাপ বাগানে …
আমি একটি গোলাপ ও স্পর্শ করতে পারিনা,
হয়তো অভিমান …
তোমার জন্য ;
কথা ছিল একদিন তুমি আমায় গোলাপ দেবে —–
জানিনা, সেই একদিন কখনো আসবে কিনা —
তুমি একদিন এ পথেই আসবে,
তোমার শেষ গন্তব্য আমি …
তুমি ভুল করে হলেও একবার এ পথে আসবে,
এ আমার দৃঢ় বিশ্বাস!

তোমার দু’হাতে কিছু গোলাপ থাকবে,
তুমি নীল গোলাপ নিয়ে এসো
আমার নীল গোলাপ চাই —–
নীল গোলাপ আমার খুব প্রিয়!
ঘুমন্ত সন্ধ্যা
ফুটন্ত সকাল,
উদ্ভ্রান্ত রাত্রির মায়া সব আমি কবিতায় লিখে বসে আছি ——-

তোমার সাজানো বিকেলের স্বপ্ন,
তোমার মায়াময় প্রজাপতি ভালবাসার আবেগ —
নিবিড় সান্নিধ্য,
তোমার ব‍্যাকুলতা
তোমার মোহনীয় মুগ্ধ দৃষ্টি সব সব আমি খেয়ে বসে আছি!

তুমি যদি না আসো …
আমার স্বপ্ন ভেঙ্গে খান খান হবে
সবটুকু অভিমান এক আকাশ নীল হয়ে যাবে..!

27.04.2019

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১০ টি মন্তব্য (লেখকের ০টি) | ১০ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৪-২০১৯ | ২২:৪২ |

    'তুমি একদিন এ পথেই আসবে, তোমার শেষ গন্তব্য আমি …
    তুমি ভুল করে হলেও একবার এ পথে আসবে, এ আমার দৃঢ় বিশ্বাস!'

    বিশ্বাস আমাদের একজনমের সম্পদ অথবা দূর্বলতা কোনটা হবে আমার জানা নেই কবি। Smile

    GD Star Rating
    loading...
  2. সুমন আহমেদ : ২৭-০৪-২০১৯ | ২৩:০৯ |

    পাঠক নন্দিত হোক আপনার কবিতা প্রিয় কবি। Smile

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৭-০৪-২০১৯ | ২৩:৪৪ |

    অবাক অনুরাগে মুগ্ধ কবিবোন হাসনাহেনা রানু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
  4. এইচ এম শরীফ : ২৭-০৪-২০১৯ | ২৩:৫৫ |

    জীবনের স্বপ্নময় একচিলতে সুখ, আর একটি মধুময় মোহনীয়  প্রাপ্তি মুছে  দিতে

    পারে বিরহের সকল একাকীত্বের বেদনা।     ;

    কবির জন্য প্রত্যাশা থাকল

    নীলগোলাপ সহ মধুময় জীবনের প্রত্যাশিত প্রাপ্তি হাতছানি দিক।  

    শুভেচ্ছা জানবেন কবি।

    ভালো থাকুন সবসময়।

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২৮-০৪-২০১৯ | ০:২৪ |

    ভাল লিখেছেন প্রিয় কবি রানু দি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  6. নাজমুন : ২৮-০৪-২০১৯ | ০:৩৪ |

    এক শ্রাবণ বিকেল ——
    তোমার পাঠানো প্রজাপতি চুমু:
    সব আমি খেয়ে বসে আছি 

    GD Star Rating
    loading...
  7. আলমগীর সরকার লিটন : ২৮-০৪-২০১৯ | ১১:০৭ |

    বেশ রোমান্টিক কবি আপু

    GD Star Rating
    loading...
  8. নূর ইমাম শেখ বাবু : ২৮-০৪-২০১৯ | ১৬:০৭ |

    মুগ্ধতা একরাশ।

    ভাল থাকুন প্রিয়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Trumpet.gif.gif

    GD Star Rating
    loading...
  9. অর্ক : ২৮-০৪-২০১৯ | ১৮:৫৭ |

    খুবই স্নিগ্ধ হলাম। সত্যি অপূর্ব, নিটোল একটি কবিতা। আরও লিখুন। নিরবচ্ছিন্ন শুভেচ্ছা।           

    GD Star Rating
    loading...
  10. শাকিলা তুবা : ২৮-০৪-২০১৯ | ২০:৩৭ |

    ভালো লিখেছেন কবি রানু আপা।

    GD Star Rating
    loading...