রাত পাখি
বৃষ্টি পাথর মনের কান্না ছুঁতে পারেনি
রাতের বুকে নিঃশব্দতা নেমেছে ঢের,
আমি গোলাপ গন্ধ মেখে বসে থাকি
পথের ভীড়ে,
হায় … আমার পৃথিবী !
ধোঁয়ার উঠোন ছেড়ে ভেসে যাচ্ছে
সবুজ ছায়া ভরা পাতায় ——
দেবদারু স্বপ্ন !
আমার বুকে বৃষ্টির শব্দ কাঁপন জাগায় ;
ভালবেসে চাঁদটা আমায় জ্যোৎস্না দিয়েছে
এক মুঠো
আমি পাথর হয়ে এসেছি এ শহরে,
এখানে আমি নতুন
এ শহর অন্যদের দখলে।
রাত জাগা এক পাখি আমার কাছে উড়ে উড়ে এল
হয়তো ভুল করে,
পাখিটার দু’চোখে অশ্রু ;
পাখি ব্যথাহত কণ্ঠে বলে, আমি রাত পাখি
কাল আমার নীড় ভেঙ্গে গেছে ,
এখন আমার বিরহ কাল
রহস্য ভরা পথ
যে পাখি কোনদিন এ পৃথিবীতে ফিরবে না,
আমার সঙ্গী ওদের একজন হয়ে গেছে ——
আমার পৃথিবী নীল কষ্টে ডুবে গেছে
প্রজাপতি প্রেমে চাঁদটা আত্মমগ্ন,
শুধু আমার স্বপ্ন হয়েছে ক্ষীণ …
আমি বিরহের আগুনে পুড়তে পুড়তে
একদিন বরফ নদীতে ডুব দেব
আমার নীড় এখন শূন্য …………..
11.04.2019
loading...
loading...
আমি পাথর হয়ে এসেছি এ শহরে, এখানে আমি নতুন এ শহর অন্যদের দখলে।
কবিতার নির্যাস চমৎকার ফুটিয়ে তুলেছেন রাত পাখি রানু দি।
loading...
'জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি;
মম দুঃখবেদন মম সফল স্বপন … তুমি ভরিবে সৌরভে নিশীথিনী-সম।'
youtu.be/MfpuljFFxCw
loading...
দুঃখ জাগানিয়া কবিতা বোন হাসনাহেনা রানু। বিরহ সারিয়ে তুলতে হবে।
loading...
রাত জানা পাখির নীড় কি তাহলে শূন্য হয়ে গেলো ? শুভেচ্ছা কবি রানু আপা।
loading...
শুভকামনা কবি হাসনাহেনা রানু।
loading...
বৃষ্টি মন পাথর মনের কান্না ছুঁতে পারেনি
রাতের বুকে নিঃশব্দতা নেমেছে ঢের,
আমি গোলাপ গন্ধ মেখে বসে থাকি
পথের ভীড়ে,
হায় … আমার পৃথিবী !
শুধুই ভাবি! শ্রদ্ধেয় রানু দিদি।
শুভকামনা থাকলো ।
loading...